হে পরমপূজ্য শ্রীগুরুমহারাজ
আপনার শ্রীচরণকমলে আমি ও আমার ধর্মপত্নীর অনন্তকোটি দণ্ডবৎ প্রণাম। আমি আপনার একমাত্র অযোগ্য শিষ্য, আজ ব্যাসপূজা দিনে শ্রীশ্রীকৃষ্ণ-বলরামের কৃপাকটাক্ষ আশ্রয় করে নিজ মনের ভাব নিম্নোক্ত পদ্যের আকারে নিবেদন করছি। আশা করব আমার অযোগ্যতাকে উপেক্ষ করে শিষ্যের প্রতি স্বাভাবিক বাৎসল্যহেতু গ্রহণ করবেন।
কলিহত, মূঢ় জীব করিতে উদ্ধার,
নিত্যানন্দ-সহ গৌরচন্দ্র অবতার।
তাঁহাদিগের অতিপ্রিয় অভয় চরণ,
হরিনাম দানে কৈল জগৎ তারণ।।
হরির অনন্ত নাম, ধাম, লীলা, রূপ,
সেবার বাসনা ভক্তেরও তদ্রুপ।
অপূর্ণ রহিল যত বাঞ্ছা তাঁহার,
সেইসব প্রতিষ্ঠা-হেতু প্রাকট্য তোমার।।
ভক্তিবিমুখ দেশ-জাতি উদ্ধারিতে,
আবির্ভূত হইয়াছ পাশ্চাত্য দেশেতে।
সাধুর কুটুম্ব সর্বজীব – তা প্রমাণ,
কৈলে সকল দেশে করি’ প্রেমদান।।
জ্ঞানী, বিপ্র, পণ্ডিত বা শূদ্র, অধম,
পাইয়া আশ্রয় তব হৈলে অনুপম।
অর্ধলক্ষ শিষ্যে ভক্তিলতা-বীজ দিয়া,
যুক্ত কৈলে কৃষ্ণসনে, হৃদয় শোধিয়া।।
হরিনামের জন্মস্থান গৌড়-বঙ্গদেশ,
গৌরের প্রচারভূমি দ্রাবিড় প্রদেশ।
“বহুমত, বহুপথ” – কলির প্রভাবে,
করিয়া আশ্রয় ভক্তিশূণ্য হৈল যবে।।
গৌরগণ তুমি – প্রভুপাদের কথন,
কলির দুঃস্বপ্ন তুমি, সাধুর জীবন।
নিতাই-গৌরের তাই কৃপা বিতরিয়া,
স্থাপিলে শুদ্ধমত হরিভক্তি দিয়া।।
স্থাপিয়া নামের হাট নবরূপে তুমি,
নিতাই-কৃপায় উদ্ধারিলে গৌড়ভূমি।
বৈষ্ণব আনন্দময়, জড়মায়া দূর,
প্রমাণ করিতে কৃষ্ণ অসুস্থ প্রচুর।।
করিয়াছে তব বপু শুদ্ধসত্ত্বময়,
তথাপি স্তব্ধ নহে পতাকা বিজয়।
অদ্বৈত সিংহের ন্যায় “গৌরাঙ্গ” বলিয়া,
তারিতেছে জীব নিজ পদাশ্রয় দিয়া।।
“পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে।
ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে।।”
বৈষ্ণবেরও সেইরূপ মহানতা যত,
সুসম্পূর্ণরূপে তব মধ্যে প্রতিভাত।।
প্রার্থনা করি রাম কানাই নিকট,
জীবের লাগিয়া সদা রহিও প্রকট।
কৃষ্ণের চক্র, বলরামের শ্রীহল,
রক্ষা করুন সদা তব স্বাস্থ্য-বল।।
বৈষ্ণব প্রাকট্য হরিজন্মতিথি সম,
সেবিলে এতিথি নাহি রহে পুনর্জন্ম।
পবিত্র কামদা একাদশী তিথি আজ,
তব জন্মতিথি হে গুরু মহারাজ।।
অধম শিষ্য মুঞি ব্যাসপূজা দিনে,
করিতেছি নিবেদন তব শ্রীচরণে।
আদিগুরু বলদেব নিত্যানন্দরাম,
তাঁহার জয় পতাকা তোমায় প্রণাম।।
আপনার দাসানুদাস
সুবর্ণসেন দাস ও সুন্দরী ললিতা দেবীদাসী
গ্রাম - গলসী, জেলা - পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
ফোন - 7001657387, 8145548159