Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Antara Poddar ( - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে|
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে
নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

হে পরমারাধ্য গুরুদেব,

আপনাকে কৃতজ্ঞতা জানানোর কোনো সঠিক ভাষা আমার জানা নেই। এই অধমের জীবনে আপনি এক উদ্যম, অনুপ্রেরণার সৃষ্টি করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই কথাটি অনুভব করেছি যে, আমি যখনই কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা যে পরিস্থিতিই অতিক্রম করি না কেন, আপনি প্রবচনের মাধ্যমে বা অন্য যেকোনোভাবেই আমাকে সেই অবস্থা থেকে উত্তরণের পথ দেখান।

হে নিতাইকৃপাপ্রদায়িনে,

আপনি আমার মত অধম সন্তানকেও আপনার সাহচর্য থেকে দূরে রাখেন নি। আমাকে অপার করুণা সর্বদাই দান করে যাচ্ছেন।

হে সর্বকালের বিজয়ী,

অপারেশন পরবর্তী এই সংকটপূর্ণ সময়েও আপনি যেভাবে অবিরাম প্রচার, প্রবচন চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই অভূতপূর্ব।

হে পিতা,

আপনিই আমার জীবনের শ্রেষ্ঠ অনুপ্রেরক, ভরসা, অবলম্বন। আমি যেন আপনার চরণকমলে এভাবেই আশ্রয় পেতে পারি আজীবন।

শ্রীল প্রভুপাদের জয় হোক। শ্রীল গুরুদেবের জয় হোক।

ইতি,

আপনার অধমতম সন্তান,

অন্তরা পোদ্দার (চরণাশ্রিত)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ।