Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Jāhnavī Tāriṇī devī dāsī (Sylhet - Bangladesh)

গুরুমহারাজ....

 তুমি ছিলে,আছো, সদাই থেকো সাথে,,

এই অধম যেনো তোমায় "পিতা""" মনে রাখে.....

কৃপাময় "পিতা"" আমায় তুমি দিয়েছো দীক্ষা,,,,,

এই অধম যেনো রাখতে পারে তোমায় দেয়া কথা...... 

আমার এই অন্ধকার জীবনে "পিতা"""   তুমি দিয়েছ     আশার প্রদীপ জ্বেলে....

করুনা করো এই অধম যেনো না  যায় কভু তোমায় ভুলে....

এই অধম পাপীর ছিলোনা কিছু...... 

না ছিলো কোনো আশা.........    

কাছে এসে হাত দুটি বারিয়ে তুমি যে প্রথম দাড়ালে     

"""" পিতা"""""""     

আমি হাজার কস্টেও "" পিতা"""থাকি সুখি....

যখন """ তোমার"""মুখের দিকে  একটু দেখি....

আমার জন্য শত কস্ট সয়েছো,,,,

কোনো যোগ্যতা বিচার না করেই........ 

শুধু """"তুমিই """"যে বসে রয়েছো........

কিন্ত অযোগ্য আমি......

বিষয়ে মত্ত,,, কামে আসক্ত,,,আর  অপরােধ মত্ত,,,,,

কিন্তু আমিও যে """ পিতা"""" শুধরাতে চাই.....

সারা জীবন ধরে তোমার সেবা করতে চাই....

আমার এই জীবনে "" পিতা"""তুমিই আশা.......

""" তুমিই .... পিতা....একমাত্র ভরশা.....

আমার প্রতিটিক্ষন "" তোমার"""করুনা ভরা....

এই জাহ্নবী...যে """ পিতা"""

পতিত সেরা...........

যোগ্যতা ছিল না,, এখন ও যে নাই 

"" পিতা"""তুমার মেয়ে হওয়ার,, 

তবু """তুমার চরনে""""" মোর এই মিনতি জানাই বারবার...

আমার সাথে "" পিতা"""সদাই থেকো

নিজের করুণা দিয়ে আমাদের আগলে রেখো।।।।।