Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Vaiṣṇavī Lakṣmīpriyā devī dāsī (Mayapur - India)

ব্যাসপুজো শ্রদ্ধাসুমন

 

গুরুদেব, কেমনে  ঋণ শোধিবো তোমার?

অধম অক্ষম যে  মুই, ভীষণ দুরাচার।।

করিয়াছ পুনিতপাবন , দিয়া হরিনাম দীক্ষা।

গৌরকার্যে নিরলস ,তব ত্যাগ- তিতিক্ষা।।

সার্ধশতসহস্র জনে করিলে আপন , যোগ্যতা না বিচারী।

হেন অগাধ কৃপা-করুণা দেখি ,ঝরে মোর অশ্রুবারি।।

কর্ণকুহরে করে বিমল সুনির্মল, তব বচন মাধুরী।

গৌরলীলার প্রাঞ্জল ব্যাখ্যান ,তাহার নেইকো জুড়ি।।

নামপ্রেম প্রচারে কিছুই করিতে যে নাহি পারি।

তাইতো তব অগ্রে যাইতে চিত্তে বড়ই ডরি l।

দীর্ঘ-সুদীর্ঘ-সুস্বাস্থ্যময় হোক ,তব জীবনের বর্ষরাশি।

অবনত শিরে প্রণমে এই বৈষ্ণবী লক্ষীপ্রিয়া দেবী দাসী।।


 

Yours Lowly Servant

Vaishnavi Lakshmipriya devi dasi (Diksha)

Mayapur,India