Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Kānāi Prema dāsa (Bogra - Bangladesh)

অগ্রে বন্দনা করি শ্রীচরণকমল ।

কৃপা করে গ্রহণ কর অধমের নিবেদন ।।

শুভদিনে শুভক্ষণে হলে আর্বিভাব ।

লাঘব করিতে আজি ভুবনের সব পাপ-তাপ ।।

প্রভুপাদ প্রিয়পাত্র, নামহট্ট রূপকার ।

তোমা বিনে হিতৌষী কে আছে আর ।।

শত কষ্ট আর প্রতিকূল সহে ।

গৌড়মন্ডল উদ্ধার করেছো অতি যত্মনে ।।

কত দৃঢ় তুমি সমগ্র জগত প্রচারে ।

হার মেনেছে ব্যাধির প্রকোপ যে ।।

নিত্যানন্দের অভিলাষ হইবে মন্দির এক ।

তারই সার্থক রূপায়নে অগ্রসর হইলে ।।

ওহে গুরুদেব,

আমি অতি অধম সন্তান তোমরা ।  

তোমার কৃপা বিনা সম্পদ নাহি আর আমার ।।

তোমার রাতুল চরণে হয় যদি অপরাধ মোরে ।

ক্ষমা করে কৃতার্থ করিবে মোরে ।

হে গুরুদেব, 

কর এই আর্শীবাদ ,

যা করেছি প্রতীক্ষা তোমার নিকটে ।

পালন করিতে পারি যেন তা দৃঢ় চিত্তে ।।

নিবেদক-

আপনার সেবক 

কানাই প্রেম দাস

বগুড়া, বাংলাদেশ