হে প্রাণপ্রিয় গুরুদেব,
দণ্ডবৎ প্রনাম! তোমার ৭১ তম আবির্ভাব তিথি জয়যুক্ত হোক!!!
তোমার মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নেই। শত প্রতিকূল অবস্থার মধ্যেও তুমি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীকে সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছ। তোমার প্রবচন, তোমার নৃত্য, তোমার কীর্তন, তোমার সকল কর্মকাণ্ড অপ্রাকৃত। শুধু তাই নয়, তোমার শারীরিক প্রতিকূল অবস্থাই সকল ভক্তদের দ্বারা তুমি হরিনামের যে জোয়ার তৈরি করেছিলে, যা কৃষ্ণভাবনামৃত আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত।
হে পতিত পাবন পিতা, তোমারে চিত্রপটে যেদিন প্রথম দেখেছি, সেদিন থেকেই নিজের মধ্যে অনুভব করেছি শ্রীল জয় পতাকা স্বামী ছাড়া আমার আর কোনো গতি নেই। পারমার্থিক জগতের সাথে সম্পৃক্ত হওয়ার আমার কোনো যোগ্যতাই নেই তারপরেও এই মূর্খ, অধম, অযোগ্যা সন্তানকে তুমি করুণা করেছ, যেটি ছিল আমার জীবনে উত্তম অর্জন।
আমাদের সমাজে অনেকে ধর্ম, গুরু এই বিষয়গুলো তুলে ধরে না, লজ্জা বোধ করে। কিন্তু আমি বলতে আনন্দবোধ করি, আমার গুরুদেব আমেরিকান সন্ন্যাসী, পিএইচডি ধারী। তুমিই আমার গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী!!!
তোমার করুনায় আমার পরিবারের সবাই ভক্তিজীবনের সাথে যুক্ত রয়েছে। কষ্ট থাকলেও যে কৃষ্ণ থাকে তা তোমার মাধ্যমে আমারা অনুভব করি। তুমি আছো বলেই আমাদের অভাব থাকলেও কৃষ্ণের জন্য ভাবের অভাব হয় না। মাঝে মাঝে অবাক লাগে কিভাবে সারাটা জীবন তুমি নিজেকে উৎসর্গ করেছ কৃষ্ণভাবনামৃত আন্দোলনে। তুমিই আমার পরিবারের সকলের শ্রেষ্ঠ অনুপ্রেরক এবং অবলম্বন।
২০১৭ সালে দীক্ষা অনুষ্ঠানে আমার পতির দারু খোঁদাই করা শ্রীল প্রভুপাদের মুর্যাল তুমি গ্রহণ করেছিলে। তোমার এই ক্ষুদ্র পরিবারের সবাই খুবই আনন্দিত হয়েছিল সেইদিন। তুমি অকাতরে দেশ জাতি বর্ণ নির্বিশেষে সকলকে নিতাই কৃপা প্রদান এবং অমানীকে মান দান করে যাচ্ছ । হে প্রাণনাথ, তোমার কাছে প্রার্থনা এই যে আমার পতি শারীরিক অসুস্থতা কাটিয়ে আবার যেন ভাস্কর্য কর্মে নিয়োজিত হতে পারে এবং তোমার করুণা ও আশীর্বাদ পেতে পারে এবং আমরা যেন সর্বতোভাবে তোমার সেবায় নিযুক্ত থাকতে পারি।
হে পতিতপাবন গুরুদেব, এই মহৎ দিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং কৃষ্ণের কাছে তোমার দীর্ঘায়ু কামনা করি।
আপনার অযোগ্যতম সন্তান,
কমলাক্ষী মাধবী দেবী দাসী
সিরাজগঞ্জ, বাংলাদেশ।