গুরুমহারাজের জন্ন প্রবন্ধো
মুকুন্দা প্রিয়া রাধা দেবী দাসি
রাজশাহী
প্রিয় গুরুমহারাজ আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।
গুরুমহারাজ তোমাকে এভাবে লিখে পাঠানোতে আমার কি যে আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমার অশেষ কৃপায় আজ আমি এ সুযোগ পেয়েছি
আমি এভাবে কখনো লিখিনি গুরু মহারাজ তোমার এই ৭১ তম শুভ আবির্ভাব তিথিতে তোমাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং প্রাণঢালা অভিনন্দন। গুরু মহারাজ প্রবাদের যোগ্য শিষ্য তুমি তোমার এমন প্রচার এমন আচার দেখে আমরা অভিভূত।
গুরু মহারাজ সত্যি পতিতপাবন আমাকে দিয়ে আমি সেটা আরও গভীরভাবে অনুভব করতে পেরেছি গুরু মহারাজ তোমার কৃপা অশেষ আমি তা প্রতি ধাপে ধাপে অনুভব করি দাড়ি। যখন তোমার চরন আশ্রয় করেছিলাম আমার সিংহ ভর্তি রতা তুমি উজ্জ্বল করেছ তখন থেকে।
গুরু মহারাজ তোমাকে সরাসরি দেখার আগে আমার স্বপ্নে তুমি এসে আমাকে উৎসাহিত করেছ। গুরু মহারাজ তোমার অনেক ভালোবাসি ভর্তি জীবন থেকে পতিত হওয়া থেকে রক্ষা করেছ ।গুরু মহারাজ, প্রভুপাদ তোমরা আমাকে ভর্তি জীবনে এই এত এত রস আমার মতন অধমকে দিয়ে কৃপা করেছ। গুরু মহারাজ জনমে জনমে আমি তোমাকে যেন গরু রুপে পায়। তোমার প্রতিটি আদেশ আমি জানো অক্ষরে অক্ষরে পালন করতে পারি এই কৃপা করো।
গুরু মহারাজ, দীক্ষার দিন এবার ২০২০ তোমায় সশরীরে আমি দর্শন করি আমি তোমার দর্শন এ-আনন্দের আত্মহারা হয়ে আমি খুব ভয় আর টেনসনে ছিলাম তোমাকে পাবো কিনা এজন্য কারণ আমি যে অনেক অনেক অধম। কিন্তু তোমার এতই করো না আমাকেও কৃপা করেছো।
গুরু মহারাজ জানো তোমার কাছে দীক্ষা জন্য যখন গেলাম আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম তুমি যখন মালা দিলে আমায় আমি স্তব্ধ ছিলাম, কিন্তু কি আনন্দ আর কৃষ্ণ প্রেম ভাষায় বলা যাবে না। আমি মালা চাইলাম, তুমি দিলে, মনে হল তখনই অধমকে কৃপা করলে গুরু মহারাজ অনেক ভালোবাসি তোমায় তোমার কাছে খুব যেতে মন চায়
তোমার কন্যা- মুকুন্দ প্রিয়া রাধা দেবী দাসী।