*।।গুরুবন্দনা।।*
মুকুন্দা প্রিয়া রাধা দেবী দাসী (রাজশাহী)
গুরুদেব! তব চরণ আমি পাই যেন জনম জনম,
যেদিন প্রথম শুনেছি তব কথা তোমাতে ভকতি জেগেছে মনে।।
প্রভুপাদের শিষ্য তুমি, ধন্য তুমি তার কৃপা পেয়ে,
আচারে, প্রচারে, করেছো তুমি যোগ্য শিষ্যের কাজ।।
গুরুদেব! তব চরণ আমি পাই যেন জনম জনম,
যেদিন প্রথম দেখিনু তোমায়, হৃদয়ে পেলাম গভীর প্রেমের আবেশ।।
তোমার কাছে গেলাম যখন রুদ্ধ হইল আশপাশ কৃষ্ণপ্রেমে,
তোমার শিষ্য হয়ে ধন্য আমি, কৃপা করেছো এই অধমেরে।।
গুরুদেব! তব চরণ আমি পাই যেন জনম জনম,
জগতের কল্যাণে কত না করেছো তুমি তোমাকে জানাই কোটি কোটি নমি।।