*।।শ্রী গৌরাঙ্গ।।*
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে।
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।।
শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ এই পৃথিবিতে অবতীর্ণ হন 9 এপ্রিল 19 49
আমেরিকার উইসকনচিন প্রদেশের
মিলিওয়াকিতে ।তাঁর নাম ছিল গর্ডন জন এর্ডম্যান।
যিনি মাত্র ১৯বছর বয়সে দীক্ষা গ্রহণ করেন শ্রীল প্রভুপাদের কাছ থেকে ১৯৬৮
সালে। এবং সন্ন্যাস গ্রহণ করেন ১৯৭০ সালে মাত্র ২১ বছর বয়সে।
তিনি সারা বিশ্বের নামহট্ট প্রচার মন্ত্রী ও বিশ্ব পরিব্রাজক আচার্য্য।
প্রভুপাদের কৃপাধন্য এবং ইসকনের প্রবীণ দীক্ষাগুরু এবং ইসকন জি.বি.সি এর একজন
মেম্বার।
শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা তিনি পেয়েছেন তাই মহাপ্রভুর থেকেও কম বয়সে
দীক্ষা এবং সন্যাস গ্রহণ করতে পেরেছেন। মহাপ্রভু যেমন এক কলিযুগের সমস্ত
পাপীতাপীদেরকে উদ্ধারের জন্য অকাতরে হরিনাম বিলিয়েছেন কোনো জাত, গুণ বিচার
না করে। ঠিক তেমনি ভাবেই আমাদের গুরুদেব সারা পৃথিবী ব্যাপী আমাদের মতো অধমকে
দীক্ষার মাধ্যমে কৃপা প্রদান করে নিজধাম প্রবেশের উপযুক্ত করে তুলে।
যোগ্যতা বিহীন হওয়া সত্তেও সেটা গুরুমহারাজ বিন্দুমাত্র নিরুৎসাহিত করেননি
সেই অযোগ্য জীব টি কী অনবরত ভাবে অহেতুকি কৃপা দান করে গেছেন। জেলখানার মতো
স্থানে থেকেও বৈদিক প্রচার করে গেছেন।ভূমি থেকে ৫০০০ ফুট উঁচুতে থেকেও তিনি
শিষ্য গ্রহণ করেছেন , আই. সি. ইউ তে কন্ঠ অবরুদ্ধ অবস্থায়ও গুরুমহারাজ প্রচার
করেন, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাত্রা সময়ও তিনি শিষ্য গ্রহণ করতে কোনো
সংশয় করেন নি। কিভাবে এমনই একজন প্রবল পরাক্রমশালী শক্তসমর্থ মানুষ আজ তাঁর
অযোগ্য শিষ্যদের কর্ম করতে সক্ষম রেখেছেন। তথাপি, বর্তমানের এরূ
স্বাস্থ্যবস্থাতেও তিনি সারা বিশ্বে আরও প্রবল পরাক্রমশালী হয়ে প্রচার করে
চলেছেন। হুইলচেয়ারেই করে বিশ্বব্যাপী প্রচার, তাও এক বা দুই বছরের জন্যে নয়,
সুদীর্ঘ ৯ বছর হয়ে গেল। সম্ভাবত বৈষ্ণব ইতিহাসে এটি একটি রেকর্ড। হুইলচেয়ারে
বসে বিশ্বব্যাপী জীব উদ্ধার গুরুমহারাজের মতো শক্তিশালী আর কে হতে পারে?
# আমার দীক্ষার পর যে উপলব্ধি হয়েছে শ্রীমৎ জয়পাতাকা স্বামীর কাছ থেকে দীক্ষা
নিতে হলে তার ধ্যান ও আরাধনার মধ্যে তিনি প্রত্যেকটি ভক্তের সঙ্গে কথা বলেন।
তখন ধ্যানের মধ্যেই পাওয়া যায় তার উত্তর কারণ তিনি পতিত পাবন। সরাসরি কথা
বলার মতো যোগ্যতা আমাদের নেই তাই তাঁর ধ্যানের মধ্যেই সবই প্রশ্নের উত্তর
পাওয়া যায়। প্রথমবার এমন উপলব্ধি আমার হয়েছে আমি গুরুদেবের দর্শনের জন্য আমি
এতো কতর ছিলাম। সেই কাতরে উত্তর উনি এমন ভাবে দিয়েছে প্রথম পরিক্রমায়
বেলপুকুরে দর্শন করার জন্য সবাই অপেক্ষায় ছিলাম। জানেন কিভাবে দর্শন পেয়েছি!
আমার হৃদয় উত্তর কিভাবে দিয়েছে তা জানেন! আমার সামনে দিয়ে গিয়েছেন এবং আমাকে
বুঝিয়ে দিয়েছেন। সেই তাকানোর দর্শনে বুঝতে পেরেছি যে উনি আমার হৃদয়ের ডাক
শুনতে পেরেছেন আর বিশেষ কিছু বলার মতো থাকলে সময় সাপক্ষ কম।
*প্রশ্ন:* হরে কৃষ্ণ গুরুমহারাজ! আমার বিনম্র প্রগতি গ্রহণ করুন।
কৃষ্ণভবানামৃত হয়ে কিভাবে আমরা আমাদের অহংকার এবং আমাদের পদের গৌরবকে ত্যাগ
করতে পারি?
*উত্তর:* যদি আপনি মনে করেন যে আপনারা সকল সাফল্যের কারণ হল গুরু এবং
গৌরঙ্গের কৃপা, তাহলে কেন আমরা অহংকার করবো?
আপনার কৃপাপ্রার্থী
রত্নাবতী পদ্মাবতী দেবী দাসী
ইসকন কোচবিহার