ওহে অগতির গতি জন গর্ডন,
তোমার রাতুল চরণে আমার আত্ন নিবেদন ।
আমি হচ্ছি এই মায়া জগতের মায়া মোহজীব জীব,
তোমার চরণে আশ্রয় লয়ে জ্বালিয়েছি কৃষ্ণভাবনার অমৃত আলোক প্রদীপ।
শ্রীল প্রভুপাদ এর প্রতিষ্টিত ইসকনের নৌকা খানি,
তুমি তো সেই পালতোলা নৌকার যোগ্য পরিচালনা কারি।
প্রথম দর্শনে তোমার দিব্য দেহ ও জ্যোতির্ময় রূপ আমি হয়ে যাই বিমোহিত হারিয়ে ফেলি হ্নশ,
তোমার অতুলনীয় মহিমা কি করিব বর্ণন,
তাইতো প্রভুপাদ তোমার মত যোগ্য শিষ্য কে ২১ বছরে সন্ন্যাস দিবার একমাত্র কারণ।
জয়পতাকা নাম নিয়ে বিশ্বের মাঝে করিতেছ গৌরাঙ্গের অভিলাষ পুরণ,
নামহট্ট, ভক্তি বৃক্ষ, গীতা একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে তুমি গৌরবের ধন।
এই গৌরবময় দিনে তোমার চরণে এই দাসের একমাত্র আত্মনিবেদন,
দীক্ষা কালে তোমাকে দেওয়া প্রতিশ্রুতি ও তোমার প্রচারকার্যে করিতে পারি আত্নসমর্পন।