নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে । শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে । নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিনে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে । শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নম আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে । গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিনে।।
জয় শ্রীল প্রভুপাদের জয়
জয় শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের জয়
জয় অনন্ত কোটি ভক্তবৃন্দের জয়
হে পরমপূজ্যপাদ আমার গুরুদেব,
কৃপা করে আপনার দিব্য শ্রীচরণ কমলে আমার শত-শত কোটি শ্রদ্ধাপূর্বক প্রণাম নিবেদন গ্রহণ করবেন।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ৷ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।।
শ্রীশ্রী রাধামাধব অষ্টসখী, শ্রীশ্রী পঞ্চতত্ত্ব, শ্রীশ্রী প্রল্হাদ নৃসিংহ দেব, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী, শ্রীশ্রী তুলসী মহারাণী ও শ্রীল প্রভুপাদের চরণে আমার এই প্রার্থনা আপনার ৭২তম শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক এবং আগামী প্রতিদিনই আপনি সুস্থ থাকুন ও জয়যুক্ত দিন হোক।
হে আমার পিতা,
আপনার গুণ - মহিমা -লীলা বলার মত কোন যোগ্যতা আমার নেই। আপনাকে কীভাবে ধন্যবাদ দেব তাও জানা নেই। তাই যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন আপনার এই অধম কন্যা কে। আপনার আশীর্বাদ-শক্তি তে আমি এই শ্রদ্ধার্ঘ লিখতে সক্ষম হচ্ছি এবং আমার এই লক্ষ্যহীন জীবন কে যিনি লক্ষ দিয়েছেন আমি সেই পিতা "আপনাকে" এই প্রথম শ্রদ্ধার্ঘ লিখতে সক্ষম হয়েছি।
হে আমার করুণার সাগর গুরু মহারাজ,
আপনার জয় হোক , আপনার আশীর্বাদে আপনার এই অযোগ্য কন্যা সুযোগ্যা ভক্ত হতে সক্ষম হই ,তা আশীর্বাদ করবেন। কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি আপনার চরণে আমায় আশ্রয় দিয়েছেন, এই অধমের ওপর আপনি কত করুণা প্রদান করেছেন, এই অধম কে সঠিক পথ দেখিয়েছেন। এর জন্য আপনার শ্রী চরনে শত কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি । আর কত না অপরাধ করে নিজের জীবন নরকে পরিবর্তন করে ফেলতাম সেখান থেকে আপনি উদ্ধার করেছেন । আমার কোনো কৃতিত্ব নেই এসবই আপনার দয়া , আপনার করুণা , আপনার কৃপা।
হে আমার পরম আরাধ্য গুরুদেব,
আমার কর্মফলের কারণ আজ ওবদি আপনার দিব্য দর্শন এই জড় চোখ দিয়ে করার সৌভাগ্য পাইনি। কিন্তু এ আপনার করুণা ,আপনি কখনও আমাকে একা ফেলে রাখেননি। আমার প্রতি প্রশ্নের উত্তর আপনি আমায় কোন-না-কোন ভাবে জানিয়েছেন। আমাকে স্বপ্নের মাধ্যমে আদেশ করে, প্রভুপাদের গ্রন্থ পড়া অভ্যাস কে আপনি দৃঢ় করেছেন ।
হে আমার প্রিয় সান্টাক্লস,
আপনি কিভাবে আমার মত অযোগ্যের মনবাঞ্ছা পূরণ করেন এই ভেবে আমি অবাক হই, আপনি কত না আমার মনের ছোট-ছোট ইচ্ছা পূরণ করেছেন, তার মধ্যে প্রথম ঘটনা টি বলতে চাই আপনার কাছে এই শ্রদ্ধার্ঘর মাধ্যমে এবং শত-কোটি ধন্যবাদ দিতে চাই।
ঘটনাটি হল ::- ২০২০ এই করোনা Lockdown এর মধ্যে আপনি সমস্ত গৃহে গিয়ে "জুম-ভিজিট" দিচ্ছিলেন, আমি দেখতাম আর মনে-মনে আপনাকে জানিয়ে যেতাম "আপনি কি আমার গৃহে আসবেন না, আমি এখনো আপনার চরণাশ্রিতা নেই বলে কি আপনি আসবেন না ? " এই ভেবে কাঁদতাম। ১০ অগস্ট ২০২০, সেদিন সকালে সেই দুঃখ মনে রাখতে না পেরে নিজের ডিস্ট্রিক্ট প্রচারক কে জানালাম , উনি জানালেন ,গুরু মহারাজ কৃপা করলে সব হবে ,ধৈর্য ধর। এইশুনে আমি ও চুপ হলাম, কিন্তু আপনার লীলা, আপনি সেদিন হঠাৎই জানালেন ডিস্ট্রিক্ট প্রচারকের মাধ্যমে আপনি সেদিনই সন্ধ্যাতে অন্যান্য ভক্তদের সাথে আমাদের গৃহে ও আসবেন। আপনি সেদিন আমায় বুঝিয়ে দিলেন আপনি সশরীরে না হলে ও সর্বদা সর্বত্র আমার সঙ্গে আছেন ও থাকবেন এবং আমার মনের ইচ্ছা গুলো আপনার সব জানা আছে এবং এটা ও বুঝছিলাম যেটা আমার পক্ষে ভাল আমার সেই মনোবাঞ্ছা "সান্টাক্লস" এর মত পুরণ করবেন।
হে আমার পতিত পাবন গুরু মহারাজ,
আপনার এই অযোগ্য কন্যা কে আপনি আপনার শ্রীচরণে স্থান দিয়েছেন , আপনার এই চরণাশ্রিত কন্যা সন্তান আপনার ছোট আঙ্গুল টা সর্বদা সর্বত্র ধরে রাখবে, আপনি কখনও আমাকে নিজের থেকে দুরে করে দেবেন না, আমার সমস্ত ত্রুটি-কলুষতা কে দুর করে দিন যাতে কৃষ্ণ-প্রেম-ভক্তি পথে আসা বাধা কে দুর করতে সক্ষম হই। গৌরহরি আর নিতাই চাঁদের শিক্ষা যা শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ে বুঝতে পারছি সেটা সবাইকে বোঝাতে সক্ষম হই।
হে আমার অদ্বিতীয় অন্তর্যামী গুরু মহারাজ,
আপনার এই কন্যা আপনাকে কথা দিচ্ছে, আমি আপনার স্বপ্নে ও প্রবচনে দেওয়া আদেশ ও নির্দেশ যথাযথ ভাবে পালন করব। প্রভুপাদের গ্রন্থ আরও বেশী করে পড়ব এবং সবাই কে পড়ার জন্য উৎসাহিত করব। আচার্য বর্গের , আপনার বাণী ও গ্রন্থ প্রচার করব এবং আমি আমার এই পতিত জীবন কৃষ্ণ-প্রেম-ভক্তি পাওয়ার জন্য ও সাথে সবাই সেটা পায় তার জন্য উৎসর্গ করব। শুধু আমার এই অভিলাষ আপনি সাথে থাকবেন । আপনার কৃপা-আশীর্বাদ, আপনার দিব্য হাথ আমার মাথায় থাকলে সবকিছু সম্ভবকর হবে। আপনি ছাড়া আমি অপারক, নিরুপায়।
আমার এই লিখনীর মধ্যে কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন পিতা। আমি আপনার দীক্ষা ও দিব্য দর্শনের অপেক্ষায় রইলাম এবং সেই ভাবে নিজেকে যোগ্য করে তোলার চেষ্টাতে রইলাম, আপনি কৃপা-করুণার আশীর্বাদ করবেন।
আপনার অযোগ্য কন্যা সন্তান
জয়ন্তী মূখার্জ্জী (চরণাশ্রিত)
কলকাতা , পাটুলী