নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িণে।
গৌরকথা ধামদায় নগর-গ্রাম তারিণে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনীতি নামিনে।।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে।
নির্বিশেষ-শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।
ওঁ অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবোনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ।।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
প্রাণপ্রিয় গুরু মহারাজ,
আমাদের সশ্রদ্ধ প্রণতি আপনার চরণযুগলে নিবেদন করছি। শ্রীল প্রভুপাদের জয়! শ্রীল প্রভুপাদের প্রিয় সন্তান আপনি সর্বতোভাবে জয়যুক্ত হোন!
হে পিতা,
আপনার মহিমা অনন্ত, এবং নিয়তই তা বর্ধিত হচ্ছে, আমাদের মতো বদ্ধ জীবাত্মার জন্যে যা যুগপৎ অচিন্ত্যনীয় ও চমকপ্রদ। তবুও এই ব্যাসপূজার মাহেন্দ্রক্ষণে আপনার অসীম মহিমান্বিত কর্মযজ্ঞ অবলোকনে আমাদের ক্ষুদ্র উপলব্ধি ব্যক্ত করার প্রয়াস করছি।
হে সুমহান আচার্য!
বাংলা ভাষায় আপনার সেবার সুযোগ পাওয়ায় আমরা আরো নিবিড়ভাবে আপনার সেবা-ব্যস্ত দিনের বিবরণ আপনার কণ্ঠেই জানতে পাই, এবং সেটি অনুবাদ করে সর্বসাধারণের জন্যে প্রকাশ করি। আমরা অবাক হই, এটি দেখে যে কীভাবে আপনার দিনের প্রতিটি মুহূর্ত আপনি আপনার গুরুদেবের সেবায় অতিবাহিত করেছেন, যার বিবরণ অনুবাদ করতেই আমরা যেন ক্লান্ত হয়ে পড়ি। অথচ আপনি ক্লান্তিহীন, সেনাপতি ভক্তের নির্দেশে বিজয় পতাকা হাতে নিরন্তর ছুটে চলা সেনা, যিনি কখনোই হাল ছাড়েন না! কবে আমরা আপনার মতো ঐকান্তিক গুরুভক্তির কিয়দাংশ লাভ করব?
পতিত সন্তানদের পাপভার নিজে নিলেন,
পরিনামে আপাত দেহ দুঃখ-ক্লেশ পেলেন,
তবুও বিরতিহীন, প্রভুপাদের গৌর-ধন-জন,
সারাদিনের সেবাযজ্ঞ না যায় চিন্তন।
হে শ্রীল প্রভুপাদের অকুতোভয় সেনা,
শ্রীল প্রভুপাদের অভীষ্ট পূরণে আপনার চলার পথে আপনি অসংখ্য বাধার সম্মুখীন হয়েছেন, যা প্রকারান্তরে আপনার মহিমা শতগুণে বিবর্ধিত করেছে। যখন আপনি আপনার ক্লান্ত ফুসফুস নিয়েও শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলামহিমা উন্মোচনে আপনার প্রাত্যহিক প্রয়াস চালিয়ে যান, আমরা কষ্ট পাই এটি দেখে- আপনি কাশছেন, কষ্ট পাচ্ছেন কিন্তু কোন বিরতি দিচ্ছেন না, কিন্তু আমরা সেই প্রবচনে যুক্ত হওয়ার সময় পাচ্ছিনা! যেদিন আপনি শ্রীশ্রীরাধামাধবের অশেষ কৃপায় করোনা-বিজয় করলেন, তার পরের দিন সকালেই আপনি শ্রীমদ্ভাগবত প্রবচন দিতে চলে এলেন! যেন করোনা কিছুই না, আপনি এই অসুস্থতার নিমিত্তে প্রবচন দিতে না পেরে হতাশ! অসংখ্যবার আপনি আইসিইউ থেকে ফিরে এসেছেন, যা দেখে যে কেউই ভাববে আইসিইউ যেন আর এমন কী! কিন্তু আপনার গুরুদেবের নির্দেশনা পূরণের অদম্য বাসনাই আপনাকে আপনার এই যুদ্ধক্লান্ত শরীর সত্ত্বেও এই পৃথিবীতে আমাদের কৃষ্ণমুখী করার প্রচেষ্টায় যুক্ত রেখেছে। এর আর কী তুলনা হতে পারে!
মঙ্গলারতি, ভাগবত পাঠ, সেবাময় জীবন,
মন্দবুদ্ধিদের শেখান করে নিজে আচরণ,
ভক্তদের প্রযত্নে তিনি সর্বদা অকুণ্ঠ,
শিষ্যদের দর্শনদানে গৃহ করেন বৈকুণ্ঠ।
হে বিশ্বজনের নিজজন,
আপনি আপনার সেবাব্যস্ত দিনের মধ্যে সামান্য সময়ের জন্যে হলেও আপনার প্রতিটি শিষ্যের পরম শুভাকাঙ্ক্ষীরূপে আমাদের দর্শন প্রদান করেন, আমাদের পরিবারের সদস্যরূপে পারিবারিক যেকোন আয়োজনে যুক্ত হন, যেকোন জিজ্ঞাসায় আপনি অক্লান্ত উত্তর প্রদান করেন। গুরুভ্রাতা এবং গুরুভগ্নীদের প্রতি আপনার অনুপম প্রীতি-প্রদর্শন আমাদের বৈকুণ্ঠ-ব্যবহারের চমকপ্রদ চিত্র দেখায়, আপনি কেবল আপনার শিষ্যদের জন্যেই নয়, শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ, শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, শ্রীল ভক্তিতীর্থ স্বামী মহারাজের শিষ্য সহ শ্রীল প্রভুপাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্যে প্রতিদিন প্রার্থনা করেন, সারস্বত পরিবারকে একত্রিত করার সংকল্পে আপনি নিত্যনূতন ধারার প্রয়াস করে চলছেন। করোনা-মায়াক্লিষ্ট বিশ্বজনের কষ্ট লাঘবে আপনার নিরন্তর প্রয়াস আপনার করুণার্দ্র হৃদয়ের প্রতিফলন, যা আপনাকে বিশ্বজনের নিজজনে পরিণত করেছে।
হে গৌর-ধন-জন!
শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা যখন আপনার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করি, তখন আপনার অভিব্যক্তি দেখে আমরা অবাক হই, যেন আপনি সেই লীলায় প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। পরমুহূর্তেই আবার ভাবি, এ আর অবাক কী, যেখানে শ্রীল প্রভুপাদই আপনাকে গৌর-ধন-জন রূপে স্বীকার করেছেন! শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনকে প্রতিটি নগরে এবং গ্রামে প্রসারিত করার জন্যে নামহট্ট এবং ভক্তিবৃক্ষের পুনঃপ্রবর্তন এবং প্রসার আপনার উপর শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপারই ফলশ্রুতি। পূর্বাচার্যগণের অভীষ্ট পূরণে আমাদের এই পরম্পরা ধারায় যুক্ত করার মাধ্যমে তাঁদের আশীর্বাদ আমাদের প্রাপ্তির সু্যোগ করে দিয়েছেন, আমরা আপনার কৃপাভিক্ষা করি যেন আমরা কোন না কোনভাবে আপনার সেবায় যুক্ত থেকে আপনার আনুগত্যে পূর্বাচার্যদের সন্তষ্ট করতে পারি।
বদ্ধজীবের উৎকণ্ঠায় তব রাত্রি জাগরণ,
কখনো বা চৈতন্য লীলার সাক্ষাৎ আস্বাদন,
এহেন মহান গুরুর চরণে প্রণতি,
এ পামরে দিন তব সেবার নিয়তি।
হে পিতা,
আমরা আপনার মায়াক্লিষ্ট সন্তান, আমাদের কর্মফলে আমরা আপনার ক্লেশের কারণ। নিয়ত আমরা অপরাধ করে চলেছি, নিজগুণে আমাদের ক্ষমা করবেন, কিন্তু কখনো আমাদের আপনার সান্নিধ্য বঞ্চিত করবেন না, এটাই আপনার নিকট প্রার্থনা। আমরা যেন আপনার আদর্শে বলীয়ান হই, এবং আপনার সুযোগ্য সেবক হয়ে উঠতে পারি, শ্রীল প্রভুপাদের নিকট আমরা প্রার্থনা করি।
শ্রীল প্রভুপাদের বিজয় পতাকা, আপনি সর্বতোভাবে জয়যুক্ত হোন!
আপনার নিত্যসেবা লাভের অভিলাষী,
জয়পতাকা স্বামী বাংলা সেবকবৃন্দ।