নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিনে।
"ওহে গুরুদেব তব মত আমি জগতে না দেখি আর
অপরের তরে পুর্নজীবন আহূতি হইলো যার"
হে আমার নিত্যকালের সুহৃদ, দয়াকরে আপনার যূগল চরনকমলে নিবেদিত এই অযোগ্য আশ্রিতের বিনম্র প্রনাম গ্রহন করুন।উপোরোক্ত পদ্যাংশটি আপনার সম্পূর্ণ জীবনের প্রতিচ্ছবি থেকে নেওয়া।যেখানে১৯৬৮সাল থেকে আজ অবধি আপনার জীবনে শুধুমাত্র উৎসর্গ আর ত্যাগই প্রতিফলিত হয়। শুধু মাত্র শ্রীল প্রভূপাদের প্রতিটি শব্দকে বাস্তবায়িত করার জন্য আপনি প্রতিনিয়ত সংগ্রাম করে গিয়েছেন এবং এখনো করে যাচ্ছেন। পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় আপনি বলিষ্ঠতার সহিত প্রচার করেছেন যেকোনো সময়ে তা সে বসন্ত ঋতুর সুন্দর আবহাওয়াই হোক বা বর্ষার বাঁধভাঙা জলই হোক।বাহ্যিকভাবে বিভিন্ন সময়ে আপনি নানান সেবা সম্পাদন করলেও প্রকৃতপক্ষে আপনি সর্বদা মায়ায় ক্লিষ্ট বদ্ধ জীবদের কথাই চিন্তা করেন।১৯৮৯ সালের গলায় ছুরিকাঘাত,২০০৮ সালে স্ট্রোক,২০১৮ সালে একইসাথে লিভার ও কিডনি প্রতিস্থাপন; এতকিছুর পরও আপনি কখনো থেমে থাকেননি।প্রতিটি দিন আপনার জন্য নানা প্রতীবন্ধকতায় পূর্ণ হলেও সেগুলো আপনার জীবনে স্হান পায়নি।
কৃষ্ণের কাছে সর্বদা আপনার প্রার্থনাই আমাদের এখনো কৃষ্ণভাবনায় বাঁচিয়ে রেখেছে।নয়তো কবেই আমাদের মৃত্যু হোতো।
কৃষ্ণভাবনায় আপনার নিরবচ্ছিন্ন সমাধি আমাকে অতি আশ্চর্যান্বিত করে যা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
পরিশেষে আমি শুধু এই কামনা করি
পতিত দেখিয়া করিলেন যিনি; রসসার মোরে দান
চরণপদ্ম যূগল সে হউক ;মোর জীবনের প্রাণ।
পরম আরাধ্য গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।