Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Āśraya Nimāi dāsa (Chittagong - Nandankanon - Bangladesh)

শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ জয়ত

জয় পরম আরাধ্য গুরু মহারাজ আমি আপনার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি।

মূক কবিত্ব করে যা সবার স্মরণে।

 পুঙ্গ লঙ্গে গিরি অন্ধ দেখে তারা গণে।।

আপনার শ্রীপাদপদ্মে স্মরণ করে তার কৃপা বলে আমি ক্ষুদ্র জীব আপনার অনন্ত রাজির একবিন্দু মহিমা গুণকীর্তনের ক্ষুদ্র প্রয়াস করছি।

ব্রহ্মাণ্ড ব্রমিতে কোন ভাগ্যবান জীব ।

গুরু কৃষ্ণে প্রসাদে পায় ভক্তি লতা বীজ।।

হে গুরুদেব, বহু জীবন ভ্রমণ করে ,বহু স্ত্রী-পুত্র গৃহ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ধন-সম্পদের মোহে আবদ্ধ হয়ে আমি কালাতিপাত করেছি। প্রকৃত সদ্গুরু আমার ভাগ্যে লাভ হয়নি ।যার কৃপা বল এই সংসারের আসক্তি ছেদন হয়।

যস্য প্রসাদ অন্য গতি কুত ওপি

এই জীবনে আমি সেই সদ্গুরু তথা আপনার শ্রীপাদপদ্মের সান্নিধ্য লাভ করেছি। যার ফলে আমি আপনার শিক্ষা এবং আদর্শে জীবন যাপন করলে নিঃসন্দেহে সংসার চক্র থেকে মুক্ত হতে পারব।

দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষনভঙ্গুর।

 তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয়দর্শন।।

হে গুরুদেব সত্যিই আমি আপনার কাছে চির কৃতজ্ঞ ।আমার জন্ম হয়েছে খুব নিম্নমানের একটা হিন্দু পরিবারে যেখানে আমি আমিষ আহার, নেশা, জুয়া খেলা ও অবাধ মেলামেশা সচরাচর রীতি।সে রকম অজ্ঞ-মূর্খ ব্যক্তি কে আপনি অনুগ্রহ করে গ্রহন  করেছেন হে গুরুদেব।

আপনার কৃপায় হে গুরুদেব আমি ভগবদ্ভক্তি তে যে সমস্ত সুযোগ পেয়েছি তা হচ্ছে নেশা, জুয়া খেলা ,অবৈধ সঙ্গ, আমিষ আহার বর্জন করার সুযোগ পেয়েছি ।প্রসাদ সেবনের ,বৈষ্ণব সংঘের, পবিত্র শাস্ত্র অধ্যায়নের ,ধামে/মন্দিরে বসবাসের, ভগবদ্ভক্তি আচার প্রচারের, মায়াপুর ,পুরীধাম, বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্বতন আচার্য বর্গের সেবা করার এক অপূর্ব সুযোগ পেয়েছি হে গুরুদেব।

হে গুরুদেব আমি আপনার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যেন ,

সাধু সঙ্গে থাকি ছয় বেগ জমি

  শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি 

এই আশির্ভাদ যাচ্ছি অভাজন

 তব পথে স্থান চাই।

 

আপনার নিত্য সেবা অভিলাসী 

 

আশ্রয় নিমাই দাস

শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম ,চট্টগ্রাম ,নন্দনকানন।