নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে ।।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে ।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।
হে পরমারাধ্য গুরুমহারাজ, আপনার 72 তম শুভ আবির্ভাব তিথীতে আপনার সু-শীতল চরণকমলে আমার দণ্ডবৎ প্রণতি নিবেদন করছি। গুরুমহারাজ আপনার দয়া কে বুঝিতে পারে, সারা জগত জুরে কত অধ:পতিত আত্মা উদ্ধারে রত রয়েছেন, কি যে আপনার গম্ভীর লীলা। কৃষ্ণভাবনার আলোকে সনাতন ধর্ম আজ সারাবিশ্বে যথাযথ ধর্ম হিসাবে আবার পূর্বের সেই রূপ নিতে চলছে।
‘পূথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম’।
মহাপ্রভুর এই ইচ্ছা বাস্তবায়ন যজ্ঞ যে শুরু করেছেন মহাপ্রভুরই সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ, সেই যজ্ঞের পূর্ণাহুতিতে যেন গুরুমহারাজ আপনি ও দণ্ডায়মান, বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারিতেও থেমে নেই আপনার অভিযান। শ্রীল প্রভুপাদের নির্দেশ ও ইচ্ছাপূরণ, সারা বিশ্বে কৃষ্ণভাবনা প্রচার, শ্রীল প্রভুপাদের গ্রন্থ প্রচার, লুপ্ত তীর্থ উদ্ধার, চৈতন্য লীলা গ্রন্থ সংকলন, অগনিত বদ্ধ আত্মা উদ্ধার, সারা বিশ্বের সকল ভক্তদের মাঝে সু-সম্পর্ক প্রতিষ্ঠা, সকল ভক্তদের শান্তি প্রদান ও শ্রীধাম মায়াপুর ধামের পূর্ণাঙ্গ রূপ দান যেন আপনার জীবনের মহান ব্রত।
তারই ফলশ্রুতিতে আপনার কৃপাভিক্ষা পাওয়ার জন্য ভক্তরা যখন উৎকণ্ঠায় কান্নায় ভেঙ্গে পড়েছিল ঠিক তখনি বর্ষিত হল আপনার কৃপাবারী। গতবছর 2রা অক্টোবর 2020 সালে ইস্কন, নরসিংদীতে অনলাইনে স্বত:স্ফূত আনন্দময় পরিবেশে দীক্ষাদানে আমাদের উদ্ধার পাওয়ার পথ দেখালেন। অনলাইনে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল ইস্কন, নরসিংদীর ভক্তরা। এতে বুঝা যায় গুরুদেব কাছে কিংবা দুরে থেকে শিষ্যের প্রতি একইভাবে কৃপাবারী বর্ষণ করেন।
‘জীবের নিস্তার লাগি নন্দসূত হরি।
ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি’ ।।
এটাই আপনার মধুর লীলা গুরুমহারাজ।
শ্রীল প্রভুপাদ আপনাকে বলেছেন,“জয়পতাকা আমি তোমাকে ভগবানের ধাম দিলাম তুমি তার উন্নয়ন কর” একেবারে জলন্ত রূপ দেখিয়ে দিলেন গুরুমহারাজ।
আজকের আধুনিক বৈদিক নগরী শ্রীধাম, মায়াপুরধাম, যা সারাবিশ্ব অভিভূত। তাইতো বলি :-
জয়পতাকা ! জয়পতাকা ! বলে ডাক রে
এমন দয়াল ভবে কেহ নাই রে ।।
কেহ নাই, কেহ নাই, কেহ নাই রে।
এমন দয়াল ভবে কেহ নাই রে ।।
কেহ নাচে, কেহ গায়, কেহ গড়াগড়ি যায়।
এমন দয়াল ভবে কেহ নাই রে ।।
কেহ হাসে , কেহ কাঁন্দে, কেহ কেশ নাহি বান্দে।
জয়পতাকা চরণ ধরে পাড়ি দেব রে ।।
প্রহ্লাদ কৃষ্ণের নাইক ভয়, জয়পতাকা সাথে রয়।
জয়পতাকা নামে এবার তরে যাব রে ।।
জয়পতাকা ! জয়পতাকা ! বলে ডাক রে
এমন দয়াল ভবে কেহ নাই রে ।।
ইস্কন, নরসিংদী, ভক্তবৃন্দের পক্ষ থেকে -
আপনার দীনহীন পারমার্থিক পুত্র
প্রহ্লাদ কৃষ্ণ দাস
অধ্যক্ষ
ইস্কন, নরসিংদী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির , বাংলাদেশ।