❤️❤️পরমদয়াল গুরুমহারাজ❤️❤️
নিতাইয়ের কৃপা দিতে
এলেন মোদের গৌর ধন জন
প্রথমে বন্দনা করিতে চাই
সেই কাঙ্ক্ষিত যুগলচরণ।
কলির পাপেতে মোরা
যখন থাকি জীর্ণশীর্ণ
শুদ্ধ কৃষ্ণপ্রেম প্রদান করে
পরাস্ত কলিকে কর বিবর্ণ।
পাশ্চাত্য থেকে সমগ্র
বিশ্ব-ব্রহ্মান্ড ঘুরে
কৃপা বিলিয়েছ তুমি
এই জড়জগত জুড়ে।
সেনাপতি ভক্ত প্রভুপাদের কৃপায়
সৃষ্ট এই স্বর্ণযূগে
মনুষ্য দেহ নিয়ে ধন্য হই
তোমায় দন্ডবৎ প্রণতির সৌভাগ্য পেয়ে।
কত অসুস্ততার পরও কৃপা কর
তুমি পরমদয়াল প্রভুপাদ শিষ্য
তোমার জয়ধ্বনিতে খুশি হয় প্রভুপাদ
আনন্দে মুখরিত হয় এই বিশ্ব।
পারি না জপ না পারি সেবা
আমি এই কলির গাধা
তবু্ও কৃপা করে তুমি
দূর করে দাও মোর সকল বাধা।
তোমার কৃপা পেয়ে আজ
ধন্য মোরা বদ্ধ কলির জীব
তোমা বিনা ভক্তি পথে
অন্ধ মোরা হে ঠাকুর বৈষ্ণব।
কৃষ্ণ প্রেম প্রচারের এই মহৎ আন্দোলনে
সেনাপতি প্রভুপাদের তুমই সেনাপতি
চরনে স্থানপ্রার্থী মোরা দুই ভাই
জানাই তোমার চরনে মোদের প্রণতি।
আশ্রয় নাই আশ্রয় নাই কোথাও
এই ভয়ানক জড়জগতে
আশ্রয় চাই মোরা তোমার সনে
আশ্রয় দাও আশ্রয় দাও আশ্রয় ভিক্ষু এই অধম দুজনে।