Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Ratnamālinī Citrā devī dāsī (Mymensingh - Bangladesh)

হে পরমআরাধ্য গুরুমহারাজ,                                                          আপনার শ্রীচরণকমলে করুণাপূর্বক আপনার এই অধঃপতিত পারমার্থিক কন্যার অনন্তকোটি সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।শ্রীল প্রভুপাদের জয় হোক।জয় হোক আপনার।জয় হোক আপনার শুভ ৭২ তম আবির্ভাব তিথির।

হে পতিতপাবন গুরুদেব,
                              আমার মত দূরাচারী,পাপীষ্ঠা, অধঃপতিত,নিকৃষ্ট আত্মা,যার কোন যোগ্যতা ছিল না আপনাকে জন্ম জন্মান্তরের নিত্য পিতা হিসাবে পাবার কিন্তু আপনি এতই করুণাময় যে,এই পাপীষ্ঠা,নর্দমার কীটকে আপনার কন্যারূপে গ্রহণ করেছেন এবং আপনার সেবা তথাপি শ্রীল প্রভুপাদ এবং পরম করুণাময় ভগবান শ্রীশ্রী নিতাই-গৌরের নিত্য সেবায় যুক্ত হবার সুযোগ দান করেছেন।কিন্তু আমার এতই পোড়াকপাল আর দুর্ভাগ্য যে আপনার দেওয়া এই দুর্লভ মহান সুযোগটিকে আমি নিজ কর্মদোষে হেলায় হারাচ্ছি তবুও আপনি অহৈতুকী করুণা করে আপনার এই অসদাচারী,কলুষিত কন্যাটিকে বারবার সংশোধনের সুযোগ প্রদান করছেন এবং ভক্তিরস আস্বাদনের সুযোগ দান করেছেন।হে গুরুদেব, আপনার অহৈতুকী করুণাবলই আমাকে এখন পর্যন্ত ভক্তিজীবনে টিকিয়ে রেখেছে এবং আপনার করুণা ছাড়া আমি সম্পূর্ণ অসহায়।
হে নিতাইকৃপা প্রদানকারী পিতা,
                              আপনার এই দুর্ভাগা কন্যাটির কোন যোগ্যতা নেই আপনার কৃপা তথাপি নিতাইকৃপা লাভ করার।কেবলমাত্র আপনার শ্রীচরণকমলের অহৈতুকী করুণাবারিই আমার একমাাত্র সম্বল।করুণা করে আপনার করুনা থেকে আমাকে কখনও বঞ্চিত করবেন না গুরুদেব।আপনার শ্রীচরণকমলের স্নিগ্ধ আশ্রয় থেকে আমাকে কোন কালে(অনন্তকালেও) বঞ্চিত করবেন না।আপনার করুণা বিনা এক মূহুর্তে আমি ধ্বংস হয়ে যাব।আমাকে করুনা করে কখনও ত্যাগ করবেন না গুরুদেব,করুণা করে কখনও ত্যাগ করবেন না।

হে পরমকরুণাময় আচার্যপাদ,
                               আপনার শুভ ৭২ তম আবির্ভাব তিথিতে আপনার শ্রীচরণকমলে আমার পূর্বকৃত সকল অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং পুনর্বার নিজেকে আপনার শ্রীচরণকমলে সমর্পন করছি।আপনাকে দেওয়া কথা,যেগুলো পালন করতে ব্যর্থ হয়েছি,আজকে আপনার এই পবিত্র আবির্ভাব তিথিতে পুনর্বার সেগুলো পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।করুণা করে আমার স্বাতন্ত্র চেতনাকে আপনি হরন করে আমাকে আপনার ইচ্ছায় পরিচালিত করুন এবং আপনার নিত্য সেবা অধিকার আমাকে প্রদান করুন, গুরুমহারাজ।
                                          ইতি,
                   আপনার অধঃপতিত,অযোগ্যা কন্যা,
                   রত্নমালিনী চিত্রা দেবী দাসী (দীক্ষা),
                   নেত্রকোনা,বাংলাদেশ।