জয় পতিত পাবন শ্রীল গুরুমহারাজের জয়। আপনি শ্রীল প্রভুপাদের পক্ষ থেকে আমাদের জন্য এই জগতের সব চেয়ে দামী উপহার। আমি আপনারএকজন অযোগ্য শিষ্য। আপনার চরণে কেন যে এখনো রতি হচ্ছে না গুরু মহারাজ আমি জানিনা। তবে এতটুকু বিশ্বাস করি আপনি কখনো আমাকে ভুলে যান নি। আপনি আমার মত অধম অযোগ্য পাপী জীবকে আপনার চরণে ঠাই দিয়েছেন। সেজন্য আপনাকে সবাই পতিতপাবন বলে সম্বোধন করেন। আমি আপনার চরণে একজন অপরাধী শিষ্য। তবুও কৃপা করে আপনি আমাকে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। হে জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমি আপনার চরণের ধূলার কৃপা প্রার্থনা করছি। কৃপা করে আমাকে জন্ম জন্মান্তর ধরে আপনার দাস করে রাখবেন।
ইতি আপনার চরণের দাস -রত্নবাহু মাধ দাস(চট্টগ্রাম)।