নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে
নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিনে।
নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন ইতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিনে।
প্রিয় গুরু মহারাজ,
কৃপাপূর্বক আপনার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। জয় শ্রীল প্রভুপাদ!
আপনার ৭২তম আবির্ভাব তিথি জয়যুক্ত হোক। বছরের এই দিনটি প্রতিটি শিষ্যের জন্য চির প্রতীক্ষিত একটি দিন, সবচেয়ে মহিমান্বিত দিন।
গুরু মহারাজ,
আমি জানি না আমি সঠিকভাবে সঠিক মনোভাব নিয়ে আমার মনোভাব ব্যক্ত করতে পারব কিনা, কিন্তু আপনার নিকট আমি চির কৃতজ্ঞ।
"চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই"
এখনও ভাবতেই ভয় লাগে, যদি আপনি আমার মতো মহা অধমকে ঘোর তমসাচ্ছন্ন জীবন থেকে তুলে এনে প্রকৃত আলোর পথে না নিয়ে আসতেন, গুরু পরম্পরা ধারায় কৃষ্ণের সাথে যুক্ত না করতেন, শ্রীল প্রভুপাদকে না চিনিয়ে দিতেন তবে কী হতো আমার? এখনও কোথায় পড়ে থাকতাম! জড় ইন্দ্রিয়ের কার্যকলাপে জীবনের প্রকৃত অর্থটাই আর কখনও জানা হতো না।
তারপরেও বারংবার ভুলে যাই জীবনের প্রকৃত লক্ষ্যের কথা। কিন্তু আপনি এতই কৃপাময় যে, আমি যতবারই কৃষ্ণ ভুলে মায়ার কবলে পতিত হচ্ছি, আপনি ততবারই আমাকে তুলে নিয়ে আসছেন।
যখনই কোন বিষয় নিয়ে চিন্তিত থাকি বা সংশয় কাজ করে, আপনি বারবার তা সে আপনার উদ্ধৃতির মাধ্যমেই হোক বা প্রবচনের মাধ্যমেই হোক বা স্বপ্নে হোক বা কোন বরিষ্ঠ গুরু ভ্রাতার মাধ্যমেই হোক, আমার সেই সন্দেহ, সেই সংকোচ প্রতিনিয়ত দূর করে যাচ্ছেন।
আপনি একবার প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন, গুরুদেব ও শিষ্য পরমাত্মার মাধ্যমে সম্পর্কিত। প্রতিটি মুহূর্তে আমি সেটি অনুভব করি, গুরু মহারাজ।
হে পতিতপাবন,
দীক্ষার পরেও যখন নিজের পারমার্থিক জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে কোন ধারণাই ছিলনা, তখন আপনার প্রবচন, আপনার বরিষ্ঠ শিষ্যদের কাছ থেকে শ্রবণের সুযোগ করে দিয়ে আপনি আমার পারমার্থিক জীবনের যর্থার্থ অর্থদান করেছেন।
এই লকডাউনের মাধ্যমে প্রবচন, গৃহ পরিদর্শনের মাধ্যমে আপনার আরও সান্নিধ্যে থাকার সুযোগ করে দিয়েছেন। প্রতিনিয়ত শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোভাব, পূর্বতন আচার্যদের মনোভিলাষ বুঝতে শেখাচ্ছেন। এখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে অনেকটা সম্পর্কযুক্ত অনুভব হয়।
আপনি যখনই প্রবচন দিতে শুরু করেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করি, আপনি মহাপ্রভুর কোন লীলার সাথে এটিকে সম্পর্কিত করবেন তা শুনতে।
হে পরমপ্রিয় গুরুদেব,
যদিও আমার কোন যোগ্যতা নেই, তবুও আপনি আমাকে আপনার সেবায় যুক্ত থাকার পরম সৌভাগ্য দান করেছেন। আমার জীবনে মায়া যেন প্রবেশের সুযোগ না পায়, সেজন্য আপনি পূর্ণ বন্দোবস্ত করে রেখেছেন।
আগে কখনও আমি প্রচার করার কথা চিন্তাও করিনি। আপনার অশেষ করুণায় বরিষ্ঠ ভক্তদের সাথে আমি মাঝে মাঝে এখন গ্রন্থ প্রচারের চেষ্টা করি। আমি জানি, গুরুদেব, আমি সেখানে যৎসামান্য যাই বলি না কেন, তা আপনিই আমাকে দিয়ে বলান।
হে প্রভুপাদের সেনাপতি ভক্ত,
শ্রীল প্রভুপাদ আপনাকে যেসব নির্দেশনা দিয়ে গিয়েছেন, তা পরিপূরণের জন্য আপনার যে উৎকণ্ঠা, নিত্যনতুন উদ্ভাবনী প্রচার ধারার সংযুক্তি, সেসব আমাকে বারবার অনুপ্রাণিত করে আপনার সেবায় যুক্ত হতে, শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়তে। একটি সুগন্ধি পুষ্প যেমন শুধুমাত্র তার উপস্থিতির মাধ্যমেই চারপাশকে সুরভিত করতে পারে, ঠিক তেমনি আপনার উপস্থিতি, আপনার দর্শন যে কোন ব্যক্তিকে কৃষ্ণভাবনাময় করে তোলে।
হে জন্ম-জন্মান্তরের পিতা,
যদিও 'ধন্যবাদ' শব্দটি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য যথেষ্ট নয়, তবুও গুরু মহারাজ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি চিরঋণী। কোন সেবা, কোন কথা, কোন কিছুর বিনিময়ে আপনার ঋণ পরিশোধ সম্ভব নয়।
হে নিতাই কৃপাপ্রদায়িনে,
আপনার এতই করুণা যে, আপনি কখনোই কাউকে প্রত্যাখ্যান করেন না। কোন রোগের জীবাণুকে পর্যন্ত প্রত্যাখ্যান করেন নি। সকলকে স্থান করে দিয়েছেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমি নিজে। আমার মতো এই ভারী বোঝাকেও আপনি হাসিমুখে বয়ে চলেছেন।
হে শ্রীল গুরু মহারাজ,
আপনার আবির্ভাব তিথির এই শুভক্ষণে আপনার চরণকমলে এই প্রার্থনা করি, আমি যেন কখনোই আপনার চরণকমলের আশ্রয় ত্যাগ না করি। জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত যেন আপনার প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকতে পারি। প্রাপ্ত সমস্ত প্রশংসা যেন আপনার চরণে নিবেদন করতে পারি কোনরূপ লাভ, পূজা, প্রতিষ্ঠাশা না করে। শ্রীল প্রভুপাদের নির্দেশনা পূরণে যেন আপনাকে সহায়তা করতে পারি। আপনার মনোবাঞ্ছা অনুযায়ী যেন পরিপক্ক ও ঐকান্তিক ভক্ত হতে পারি। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বৃহৎ সংকীর্তন যজ্ঞরূপী যন্ত্রে অন্তত যেন একটি স্ক্রু হয়ে আজীবন যুক্ত থাকতে পারি।
আপনার ঐকান্তিক সেবিকা হওয়ার আকাঙ্ক্ষী,
আনন্দময়ী কলাবতী দেবী দাসী (দীক্ষা)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ