Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Antara Kumāra dāsa (Bangladesh - Bangladesh)

প্রিয় গুরুমহারাজের আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।
গুরুমহারাজের আপনাকে এভাবে লিখে পাঠানোতে আমার কি যে আনন্দ হচ্ছে আমি আপনাকে বুঝাতে পারবো না।আপনার অশেষ কৃপায় আজ আমি লেখার সুযোগ পেয়েছি ।

আমি এভাবে কোনোদিন লিখিনি।গুরুমহারাজের এই ৭২ তম শুভ আর্বিভাব তিথিতে আপনাকে জানাই আমার সশ্রন্ধ প্রণাম জ্ঞাপন করছি।যখন আমি আপনাকে প্রথম সাহ্মাৎ করি।তখন আমার হৃদয় আপনার চরণে আত্মসমর্পণ করি। গুরুমহারাজ আপনার অনেক ভালোবাসা  ভর্তি জীবন থেকে পতিত  হওয়া থেকে রহ্মা পেয়েছে । গুরুমহারাজ জনমে জনমে আমি আপনার চরণে আশ্রয় যেন গুরু রুপে পায়।আমাকে আর্শিবাদ করুন আমি যেন কৃষ্ণসেবায় নিয়োজিত থাকি।

অগ্রে বন্দনা করি শ্রীচরণকমল ।

কৃপা করে গ্রহণ কর অধমের নিবেদন ।।

শুভদিনে শুভক্ষণে হলে আর্বিভাব ।

লাঘব করিতে আজি ভুবনের সব পাপ-তাপ ।।

প্রভুপাদ প্রিয়পাত্র, নামহট্ট রূপকার ।

তোমা বিনে হিতৌষী কে আছে আর ।।

শত কষ্ট আর প্রতিকূল সহে ।

গৌড়মন্ডল উদ্ধার করেছো অতি যত্মনে ।।

কত দৃঢ় তুমি সমগ্র জগত প্রচারে ।

হার মেনেছে ব্যাধির প্রকোপ যে ।।

নিত্যানন্দের অভিলাষ হইবে মন্দির এক ।

তারই সার্থক রূপায়নে অগ্রসর হইলে ।।

ওহে গুরুদেব,

আমি অতি অধম সন্তান তোমরা ।  

তোমার কৃপা বিনা সম্পদ নাহি আর আমার ।।

তোমার রাতুল চরণে হয় যদি অপরাধ মোরে ।

ক্ষমা করে কৃতার্থ করিবে মোরে ।

হে গুরুদেব, 

কর এই আর্শীবাদ ,

যা করেছি প্রতীক্ষা তোমার নিকটে ।

পালন করিতে পারি যেন তা দৃঢ় চিত্তে ।।

নিবেদক-

আপনার পাপিষ্ঠ সন্তান

অন্তর কুমার দাস
রাজশাহী, বাংলাদেশ।