শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭২ তম শুভ ব্যাসপূজার শ্রদ্ধার্ঘ্য
ব্যাসপূজার শ্রদ্ধাঞ্জলী মুই লিখিবারে প্রচেষ্টা করি।
তব আশীর্বাদ যাঞ্ছা করি মুই যেন পারি ॥১॥
যেমত মহাপ্রভুর গণসব আইল নানাস্থানে।
সেমত প্রভুপাদগণ আইল নানা স্থানে ॥২॥
প্রভুপাদ পাশ্চাত্যে গেল কৃষ্ণভক্তি প্রচারিতে।
প্রথম সাক্ষাতেই গুরুদেব মিলিলা হইল অচম্বিতে ॥৩॥
প্রভুপাদ আপনাকে মোদের দিল উপহার।
নিতাইয়ের কৃপায় ৫০ হাজার শিষ্য করলেন অঙ্গীকার ॥৪॥
শ্রীল জয়পতাকা স্বামী গৌরের জন।
এই বাক্য শ্রীল প্রভুপাদের কথন ॥ ৫॥
শ্রীচৈতন্যের ভবিষদ্বাণী পূরণার্থে।
শ্রীল প্রভুপাদের মনোভিলাষ স্বার্থে ॥৬ ॥
তব অবস্থান এই ধরাতল মায়াপুরে।
প্রভুপাদের আদেশ পালন করিবারে ॥৭॥
ওহে গুরুদেব তব শ্রীমুখের কথামৃতম্।
ছেদন করুন মোর বিষয় হৃদরোগ কাম ॥৮॥
গৌরাঙ্গ-নিত্যানন্দ, শ্রীধাম আর শ্রীল প্রভুপাদে।
আপনার নিষ্ঠা দেখে উজ্জীবিত সবার হৃদে ॥৯॥
সন্ন্যাস জীবনের আপনি পঞ্চদশ বছর।
ইস্্কন পরিবারের সবাই আনন্দে বিভোর ॥১০॥
পূর্বতন আচার্যদের প্রবর্তিত প্রকাশনার
পুনঃপ্রতিষ্ঠা করিলেন ‘হরেকৃষ্ণ সংকীর্তন সমাচার’ ॥
ব্যাক টু গডহেড ও চৈতন্য সন্দেশ প্রকাশনা।
হৃদয় দিয়ে সেবা করার জন্য মোর প্রার্থনা ॥১১॥
শ্রীগুরুদেবের ৭২তম শুভ ব্যাসপূজায় ক্ষুদ্র নিবেদন
ভক্তসঙ্গ ও সেবায় মতি যাচি দীন কমললোচন ॥১২॥
শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি! জয়!
কমললোচন গৌরাঙ্গ দাস (নন্দনকানন চট্টগ্রাম বাংলাদেশ)
হরিনাম দীক্ষা: ১২ মার্চ ২০১৭
(নামহট্ট ভবন, শ্রীধাম মায়াপুর, ভারত)