Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Kajoli Roy (Sylhet - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।  
 আমার পরমারাধাধ্য শ্রীলগুরুমাহারাজ,
আপনার ৭২তম শুভ আবির্ভাব তিথিতে আমি আপনার শ্রীচরণ কমলে জানাই আমার অনন্তকুটি প্রনাম। আমার কোন প্রকার সুকৃতি নেই,যার দ্বারা আমি একজন সৎ গুরুদেব লাভ করতে পারি কিন্তু আমার মনে এতই অভিলাষ যে, আপনার কৃপা লাভ করে ভগবানের সেবায় আমি আমার মনুষ্যজীবন  সার্থক করতে চাই। আমার একটাই পার্থনা আপনার সেবায় নিজেকে নিয়োজিত রাখার। আজ আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আপনার শ্রীচরনকমলে আমার এই নিবেদন আপনি আমায় কৃপা আশীর্বাদ করুন  যেনো আপনার সেবাই আমার জীবনের একমাত্র লক্ষ্য হয় এবং আমি যেন আপনার সেবায় কোন প্রকার ক্রুটি বা অমান্য না করি।আর আপনার সেবার প্রতি যেন খুব বেশী যত্নশীল হতে পারি।

ইতি আপনার  চরণ আকাঙ্ক্ষী
কাজলী রায়।(সিলেট, বাংলাদেশ ফোন:০১৮৬৬৫৯৫৩৭০)