গুরুদেবের চরণাশ্রয়
আজিকার শুভদিনে তুমি করলে পদার্পণ,
আনন্দে আজ উল্লাসিত জগদ্বাসীর মন।
শুভক্ষণে শুভদিনে কামদা একাদশীতে,
গোলক থেকে কৃপা ভারী নিয়ে তুমি আসলে এই জগতে।
মহাপ্রভুর আঙ্গায় তুমি আসিলে ধরাতে,
গুরুর রূপে পাঠাইলেন তোমায় জীব উদ্ধারিতে।
মায়াবদ্ধ জীবের দুঃখ করতে নিরসন,
নির্বিচারে বিলাচ্ছ তুমি গৌর প্রেম ধন।
অসাধ্য কার্য তুমি করছো সাধন,
তোমার লীলা মহিমা আমি বুঝিব কেমন,
শুনেছি পিতা তোমার মহিমা অপার,
কত কত পামরেরে তুমি করেছ উদ্ধার।
তোমার চরণ তরী করিয়া আশ্রয়,
ভবার্ণব পার হব করেছি নিশ্চয়।
তুমি নিত্যানন্দ সত্যিই কৃষ্ণভক্তি গুরু,
এ দাসে করহ দান পদকল্পতরু।
নাহি আমার কর্ম বল নাহি ধর্ম বল,
ভক্তি লতা পিতা আমার অত্যন্ত দুর্বল।
কবে শুভদিন আমার হইবে উদয়,
কবে আমি পাইবো তোমার চরণে আশ্রয়।
তুমি আমার স্বপ্ন পিতা তুমি আমার আশা,
এই হৃদয়ে পিতা তুমি প্রথম ভালোবাসা।
হাজার স্বপ্ন দেখি পিতা তোমাকে নিয়ে,
আমার হৃদ মন্দিরে রাখব পিতা তোমাকে আগলিয়ে।
কবে সেদিন আসবে আমার বলনা আমায়,
কবে নিযুক্ত করবে আমায় তোমার চরণ সেবায়।
চলনা ময়ী মায়া আমায় রাখে ভুলাইয়া,
আমার হৃদয়ের সৎ বাসনা নেয় যে কারিয়া।
পতিত ও পামর আমি অতি দুরাচার,
তোমার কৃপা বিনা আমি না পাইব নিস্তার।
জীবন যুদ্ধে বিজয়ী তুমি তোমার মহিমা অপার,
মৃত্যু ও আজ তোমার কাছে মেনেছে যে হার।
গুরুবাক্যে প্রতি তুমি দৃঢ় নিষ্ঠা করিয়া,
সহস্ত্র উদ্যমতার সাথে করছ প্রচার অসুস্থ শরীর নিয়া।
সৎ বুদ্ধি জাগাও পিতা আমার অন্তরে,
তোমার কথায় যেন আমার দৃঢ় শ্রদ্ধা বাড়ে।
তোমার সকল কার্য দেখে জীব হয় যে আচম্বিত,
কি করে অসাধ্য সাধন কর তুমি সতত,
প্রাণের যাতনা পিতা আমি সহিতে না পারি,
আমার জীবনে পিতা তুমি একমাত্র কান্ডারী।
পৃথিবীর ত্রাস করিতে হ্রাস তুমি হইলে প্রকাশ,
মায়াবদ্ধ জীবের মায়া তুমি করিলে নাশ।
গুরুবাক্য শিষ্যের জীবনে আত্মা সদৃশ,
জ্বলন্ত দৃষ্টান্ত তুমি ওহে কৃপাদিশ।
করুণাময় গুরুমহারাজ তুমি কৃপা পারাবার,
তোমায় পেয়ে বিশ্ব আজ করছে জয়জয়কার।
দুর্লভ মানব জনম আমার বিফলে গেল,
গুরু কৃষ্ণের প্রতি আমার রতি না জন্মিল।
সংসার দাবানলে পিতা আমি মরছি পুরিয়া,
তোমার চরণ আশ্রয় দিয়া আমায় রাখ বাঁচাইয়া।
দুঃখেরি আলয়ে পিতা সুখ নাহি পাই,
জন্ম জন্ম ধরে পিতা তোমার চরণ আশ্রয় চাই।
ভালোবাসার মূর্ত প্রতীক তুমি আমার হৃদয়ের রাজ,
সহস্রকোটি প্রণাম জানাই গুরুদেব মহারাজ।
আজকের শুভদিনে তোমার চরণে এই প্রার্থনা আমার,
যতই আসুক ঝড় জীবনে যেন ছারিনা চরণ তোমার।
আপনার চরণাশ্রিতা
জুঁই পাল
আপনার চরণাশ্রিতা জুঁই পাল