Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Ratan dasa (Chittagong - Nandankanon - Bangladesh)

নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমৎ জয়পতাকা স্বামী নীতি নামিনে
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে,  গৌর কথা ধামধায় নগর গ্রাম তারিণে।
হরেকৃষ্ণ, গুরুমহারাজ
পত্রের শুরুতে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন আপনার শ্রী চরণকমলে। আপনার এই শুভ ৭২তম আবির্ভাব তিথিতে শুভকামনা জ্ঞাপন করছি। হে গুরুদেব আপনার গুন মহিমা বর্ণনা করার কোনো যোগ্যতা আমার নেই। এই প্রথমবার সাহস করেছি কিছু লেখার। ইসকন ভুবনে আপনার মত সেবা মনোভাব ও গুরুদেবের প্রতি সমর্পিত প্রাণ সত্যিই মনমুগ্ধকর ও দৃষ্টান্তস্বরূপ। শ্রীল প্রভুপাদ এর একনিষ্ঠ সেবক আপনি। আপনার অক্লান্ত অদম্য প্রচেষ্টায় মায়াপুর ধাম ( TOVP) আজ প্রভুপাদের ইচ্ছার বাস্তব রুপ ধারণ করতে চলেছে। আপনার এহেন অবস্থায় ও দুর্বার গতিতে কৃষ্ণভাবনামৃত প্রচারের মাধ্যমে জীবদের উদ্ধার করে চলেছেন। আপনার অসংখ্য লীলার মধ্যে একটি হচ্ছে আপনি যখন মায়াপুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলেন ভবন নির্মাণের কাজে। এমন সময় রাত্রিকালে কিছু দুর্বৃত্তরা আপনাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মন্দিরের কাজে বাধা দেয়। আপনি তখন একাই বন্দুক নিয়ে বের হয়ে গিয়েছিলেন দুর্বৃত্তদের সাথে যুদ্ধ করতে, বেরিয়ে পড়েছিলেন মৃত্যুকে পরোয়া না করে সবাইকে রক্ষা করতে এবং রাধামাধব বিগ্রহকে রক্ষা করতে। স্বয়ং মৃত্যু আপনাকে প্রভুপাদের সেবা সম্পাদন থেকে লেশমাত্র বিচ্যুত করতে পারেনি। আপনার প্রতিটি মুখনিঃসৃত বাণী আমার মত পাপিষ্ট কে পাপ থেকে উত্তরণ হওয়ার প্রয়াস যুগিয়েছে। আমি অত্যন্ত অধম ও পাপিষ্ট। আমার মধ্যে কাম,ক্রোধ, মাৎসর্য আদি প্রবলভাবে বিদ্যমান। তারমধ্যে আপনার চরণকমল ও বৈষ্ণবদের সেবা করার লেশমাত্র যোগ্যতাও নেই। আমার পূর্ব অভ্যাস হেতু এখনো অনেক পাপিষ্ঠ মনোবাসনা আছে এবং তা আমাকে প্রতিনিয়ত দগ্ধীভূত করছে। মাঝেমধ্যে খুব উৎসাহ হারিয়ে ফেলি সেবা ও নামের প্রতি। তবুও চেষ্টা করি আপনার চরণ কমলের আশ্রয় ছেড়ে না যেতে।

হে পতিতপাবন গুরুদেব,
আমার বুদ্ধি মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে ভগবানের সেবার প্রতি আকৃষ্ট হতে দেয় না। আমি যাতে আবেগ বর্জন করতে পারি, কৃপা করুন। সব সময় আপনার চরণ কমলে একটি প্রার্থনা করি যেন কখনোই কৃষ্ণভাবনা ও ভক্ত সঙ্গ থেকে দূরে সরে না যায় এবং মায়া থেকে দূরে থাকতে পারি। পরিশেষে আমার প্রার্থনা কায়মনোবাক্যে ভগবানের সেবা ও ভগবানের বাণী প্রচারে যেন আপনাকে সহায়তা করতে পারি এবং আপনি যেভাবে শ্রীল প্রভুপাদের মিশন কে সর্বোচ্চ উচ্চতায় আরোহণের প্রচেষ্টায় আছেন, নব নব উদ্যমে তাকে যেন অম্লান করতে পারি এবং আপনাকে সহায়তা করতে পারি। আপনার সেবায় আমাকে আপনার দাসানুদাসের মতো নিযুক্ত করুন।
ইতি আপনার চরণ আশ্রিত
রতন দাশ
রূপগোস্বামী ভয়েস, চট্টগ্রাম, বাংলাদেশ।