হে পরমারাধ্য গুরুমহারাজ আপনার ৭২তম এই শুভ ব্যাসপূজা মহোৎসবে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম নিবেদন পূর্বক আমার এই ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি আপনার শ্রীচরণকমলে অর্পন করছি।
শ্রীগুরুদেব বন্দনা
সে শুভ দিনের প্রতীক্ষায় মুঞি, থাকি সারাবছর ধরে ।
এই তিথি মোর ভকতি জননী,তোমায় স্মরণ করে ।।
তব আবির্ভাব মোর জীবনে প্রভাতের সূর্য ।
সব অন্ধকার হল দূ্রীভূত কেবল আনন্দকন্দ ।।
সব তিথির সার শিরোমনি তব আবির্ভাব তিথি ।
শিষ্য বলি সেই তিথি মোর জীবনের গতি ।।
প্রতিক্ষণে তুমি প্রভুপাদ প্রতি রহও শরণাগত ।
যোগ্য শিষ্যর দৃষ্টান্ত তুমি করেছ প্রতিষ্ঠিত ।।
চৈতন্য শিক্ষার বিস্তার তুমি করছ দেশে দেশে ।
নিতাইকৃপা বিতরণে তুমি ভ্রমিচ সারা বিশ্বে ।।
সময়ের তুমি মূ্ল্য দিতে যান সে গুন তোমার আছে ।
প্রভুপাদের প্রতি আদেশ তুমি, রেখেছ হৃদয় মাঝে ।।
সেসব গুণ কবে হবে মোর বল বল মোরে ।
তব শিষ্যর যোগ্যতা আমি হারাচ্ছি দিনে দিনে ।।
লাভ-পূজা, প্রতিষ্ঠা, মোর বাড়ছে ক্ষণে ক্ষণে ।
কাম ক্রোধ আর অহংকার আদি সবই আছে সাথে ।।
তাই করি আশ এই বিশ্বাস রাখিবে তব চরণে ।
তব শ্রীচরণ মোর জীবন প্রতি জনমে জনমে ।।
কৃপা কর গুরুমহারাজ, অভয় তুমি দাও ।
রাখিতে পারি যেন তব সেই আদেশ এই মোর আশ ।।
প্রভুপাদে হয় যেন রতি, সেইতো মোর সম্বল ।
সেই কথা বলেছিলে তুমি হয়ে করুণাপরবশ ।।
তব এই বাক্য, মোর ভাগ্য জানি বদলে দিতে পারে ।
সেই সে সত্য জেনেও মুঞি পারিনা ধৈর্য্য রাখতে ।।
নেই কোন আচার - বড় দুরাচার নামে বড় বেশ ।
জানিনা কবে তব কৃপাবশে হবে তা নিঃশেষ ।।
তব ইচ্ছা তব মনোভাব বুঝিতে যেন পারি ।
সেই সে সেবা যে পরমসিদ্ধি, হয় যেন মোর মতি ।।
দূলর্ভতম তব সেই সেবা করিতে হয় যেন রতি ।
এ আশির্বাদ মাগে অভয়চরণ তব দুয়া পদে পড়ি ।।
আপনার পারমার্থিক পুত্র
অভয়চরণ নিতাই দাস
জেপিএস আর্কাইভস ও পাবলিকেশন্স, অভয়নগর, শ্রীধাম মায়াপুর।
মোবাঃ +৯১৭৪৭৮৫০৭৬৫৩