হরে কৃষ্ণ, হে গুরু মহারাজ, হে গৌরধন জন, আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
হে প্রাণ প্রিয় গুরু মহারাজ আপনি শ্রীল প্রভুপাদ এর জন্য যেভাবে আত্মত্যাগ করেছেন সেটা এই অধমের উপলব্ধির বাইরে।
"দেখিয়া জীবের দুঃখ না পারি সইতে
সেকারণে আইলেন সব জীব উদ্ধারিতে "
হে গুরু মহারাজ আপনি পতিত পাবন। এই মিশনে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করে সারা জীবন যেন ছিল প্রভুপাদ এর এই অপ্রাকৃত সংস্থায় জীবন সমর্পণ করতে পারি। হে প্রাণ প্রিয় গুরু মহারাজ, আমার দেহের লালায়িত ছয় বেগ গুলো যেন দমন করতে পারি।
নিখিল শাস্ত্রে আপনাকে সাক্ষৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন এবং সাধুরাও সেইরূপে চিন্তা করে থাকেন,আপনি সর্বদা শ্রীল প্রভুপাদ এবং শ্রীকৃষ্ণের সেবাই যুক্ত থাকেন, আপনার কাছে আমার একান্ত প্রার্থনা আমি যেন শ্রীল প্রভুপাদ, কৃষ্ণ এবং আপনার সেবাই সর্বদায় যুক্ত থাকতে পারি কৃপা আশীর্বাদ দান করুণ।
আপনার একান্ত দাসানুদাস
অনিক দাস
সুভদ্রা ভয়েস, চট্টগ্রাম, বাংলাদেশ।