হরে কৃষ্ণ গুরুমহারাজ
আমি সুব্রত দাস (চরণআশ্রিত শিষ্য)
বাংলাদেশ থেকে।
নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভুতলে
শ্রীমতে জয়পতাকা স্বমীনীতি নামিনে।।
নম আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌর কথা দামধায় নগরগ্রাম তারিনে।।
আপনার শ্রীচরণকমলে আমার বিনম্র শ্রদ্ধাপূর্ণ প্রণাম, কৃপা করে গ্রহণ করবেন।
গুরুমহারাজ আপনাকে ৭২তম শুভ ব্যাসপূজার শুভেচ্ছা জানায়।আমি আপনার এক অধম পতিত সন্তান।যদিও আমার আপনার গুনমহিমা বলার কোনো যোগ্যতা নেই,তথাপি আপনার কৃপায় কিছু বলার চেষ্টা করব।আপনার জীবন কথা পড়ার মাধ্যমে আমার ভক্তি জীবনের শুরু।আমি যখন আপনার জীবন চরিত পড়ি তখন আমি অত্যন্ত আপ্লূত হই। আমার যখন কোন সংশয় বা কোন সমস্যার সৃষ্টি হয়। তখনই আপনার চরণে যখন প্রার্থনা করি হে গুরুদেব আমার কি করা উচিত । তখনই আপনার কৃপায় আমি সে সব খুব সহজে অতিক্রম করি।গুরুমহারাজ আমি আপনাকে সপ্নে কয়েকবার দর্শন লাভ করেছি। সেই মধুর সপ্নগুলো এখনোও আমার হৃদয়ে গেঁথে আছে। একদিন সপ্নে আমি আপনাকে কীর্তন ও নৃত্য করতে দেখলাম, আপনার এই দিব্য নৃত্যকীর্তন আমার হৃদয়ে এক দিব্য অনুভূতির সঞ্চার হয়।আরেকটা সপ্নে আমি কাঁদায় পড়ে আর উঠতে পারছি না।আনেক চেষ্টা করলাম কিন্তুু উঠতে পারছি না আর তখন আপনি এসে আমকে টেনে তুলে নিচ্ছেন। আর তখনই আমার সপ্ন ভেঙে যাই, তখন আমি উপলব্ধি করি যে গুরুমহারাজ আমার মত পাপী মায়াবদ্ধ পতিতকে প্রতিনিয়ত উদ্ধারের চেষ্টায় রয়েছেন।
হে পতিতপাবন শ্রীল গুরুমহারাজ আপনার এই শুভ ব্যাসপূজায় আমি আপনার নিকট এই কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি, আমি যেন ভক্তি জীবনে আর দৃঢ় হয়ে শ্রীল প্রভুপাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।
জয় পতিতপাবন শ্রীল গুরুমহারাজ কি!জয়