প্রাণাধিক প্রিয়,
হে পরমারাধ্য গুরু মহারাজ, আপনার রাতুল রাঙা শ্রীচরণকমলে আমি ভক্তি অবণত চিত্তে সহস্রকোটি প্রণাম নিবেদন করছে।কৃপাপূর্বক স্বীকার করুন এবং আমাকে আর্শিবাদ করুন যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার ও শ্রীল প্রভুপাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। হে গুরুমহারাজ আমি অত্যন্ত অধম পতিত জীব, তথাপি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে, আপনি আমাকে এই অন্ধকার কলিযুগে শিষ্যরূপে স্বীকার করেছেন। এখন আমাকে আপনার আদেশ নির্দেশ পালন করার পূর্ণ শক্তি প্রদান করুন। কেননা গুরুদেবের কৃপা ব্যতিত কেউই সফল হতে পারে না।
হে গুরু মহারাজ আমি/ আমরা যারা আপনার শিষ্য আছি আমরা অত্যন্ত আনন্দিত, অণুপ্রাণিত ও উৎসাহিত বোধ করি এই ভেবে যে, আপনার বর্তমান শারিরীক অসুবিধা সত্ত্বেও আপনি যেভাবে ভক্তদের প্রচারের মাধ্যমে উজ্জীবিত রাখছেন, এটা আপনার সর্বোচ্চ করুণার বহিঃপ্রকাশ। আমি আপনার নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
হে গুরু মহারাজ, আমার জানা মতে আপনি আপনার গুরুদেব ইসকন্ প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ - এর নির্দেশনা সমূহ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার এই জীবন ব্রত অনুসরণীয় কিন্তু কোনভাবেই অণুকরণীয় নয়। এই জগতে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রেরণার উৎস। তাই আপনার আগত এই ৭২ তম ব্যাসপূজায় আপনার শ্রীপাদপদ্মে আমার আকুল আবেদন কৃপা আপনি এই জগতে অবস্থান করে আমাদের কৃপা করুন। এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন আরো প্রসারিত ও বেগবান হোক আপনার শ্রীহস্তে।
নিবেদনে
আপনার অধম শিষ্য
উত্তম স্বরূপ নিতাই দাস