হে পরম আরাধ্য গুরুমহারাজ আপনার পতিত সন্তানের সশ্রদ্ধ বিনম্র প্রনাম কৃপা পূর্বক গ্রহণ করুন।
নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে। শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে। নমো আচার্য্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।।
গুরুমহারাজ আপনার মহিমা কীর্তন করার মতো বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই।সমুদ্রের বালুকণা যেভাবে গুনে শেষ করা যায় না,ঠিক সেভাবে আপনার মহিমা কীর্তন করে শেষ করা কখনো সম্ভব নয়।আমার মতো অধম সন্তানের পক্ষে তা তো সম্ভবই নয়।কেননা সন্তানের কাছে তার পিতা সব সময়ই মহিমান্বিত।
গুরুমহারাজ আপনার শ্রীচরণ কমলে আশ্রিত হবার পূর্বে অনেক সময় মনে হতো আমি খুব ভালো ভক্ত হয়ে গেছি,যার জন্য সবাই আমাকে শ্রদ্ধা করছে সম্মান করছে।কিন্তু যখন থেকে আপনার চরনে শরনাগত হই তখন থেকে মনে হয় আমি সত্যিকার অর্থে সব দিক থেকেই অযোগ্য,মূর্খ কীটের চাইতেই অধম,মহা পাতকী। আমি ঠিক মতো গুছিয়ে কথাও বলতে পারি না।আমার চঞ্চল মন টাও নিয়ন্ত্রণে থাকে না।জপ করতে গেলে অনেক সময় মন অন্য মনস্ক হয়ে যায়।যদিও মনকে তখন বলি আপনার শ্রীচরন কমলের ধুলিকনার নিচে অবস্থান করতে।গুরুমহারাজ আপনি বলেছেন অযোগ্য তাই হচ্ছে কৃপা লাভের যোগ্য। কিন্তু সত্যি সত্যি আমি অযোগ্য আমি মন থেকে বলছি।আপনি কি আপনার এই যোগ্যতাহীন সন্তান কে কৃপা করে শ্রীচরনের শীতল ছায়া তলে স্থান দিবেন না,তা আপনিই জানেন।
গুরুমহারাজ আমার জাগতিক পড়ালেখায় এমএ সম্পূর্ণ হয়েছে,কিন্তু পারমার্থিক শিক্ষায় এখনো আমি অক্ষর জ্ঞানহীন মহামূর্খ। গুরুমহারাজ আপনি তো অন্তরযামী।আমার হৃদয়ের সব কথাই তো আপনি জানেন। আপনি বলেছেন প্রচার হচ্ছে সবচেয়ে অন্তরঙ্গ সেবা।আমি যেন আপনার কথার সেই বীজ হৃদয়ে বপন করতে পারি।
গুরুমহারাজ আপনি তো কৃপার সমুদ্র। পতিতপাবন,আমার মতো পতিতদের উদ্ধারের জন্যই তো আপনি আর্বিভূত হয়েছেন বলেই আপনার নাম পতিতপাবন গুরুমহারাজ। আপনার এই পতিত সন্তান কি আপনার শ্রীচরন কমলের ধুলি কনার কৃপা থেকে বঞ্চিত হবে।কৃপা করে আপনি তা বিবেচনা করবেন।
শ্রীগুরু করুনা সিন্ধু অধম জনার বন্ধু।আপনি তো আমার মতো অধম পতিত জনার পরম বন্ধু।
হা হা প্রভু করো দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশ ঘুষুক ত্রিভুবনে।
গুরুমহারাজ সন্তান যদি ভুল করে পিতা সন্তানের সব অপরাধ মার্জনা করে দেন।আপনার সব সুযোগ্য সন্তানদের থেকে সব চাইতে অযোগ্য নিকৃষ্ট সন্তান মনে করে আপনার চরন কমলের সুশিতল ছায়া থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না কি কৃপা করে চরনে আশ্রয় দিবেন,সবি আপনার ইচ্ছা।এই অবুঝ সন্তানের সেই প্রার্থনা গ্রহন করুন বা প্রত্যাখান করুন সবই আপনার কৃপা বলে গ্রহন করি।।
আপনার শ্রী চরনকমলে আশ্রিত শ্রীমতি ঊর্মি রানী দে,
পঞ্চেশ্বর,রাজনগর,
মৌলভীবাজার।।
01735789302