গুরুমহারাজের আবির্ভাব তিথির জয় হোক ,
গুরুমহারাজ আমি বাংলাদেশ থেকে আপনার এক অধঃপতিত সন্তান বলছি ।সন্তান যেমন আধোবুলিতে তার পিতার নিকট মনের কথা ব্যক্ত করে আমিও তেমনি মনের কথাসমূহ বলতে এই পত্র লিখছি । হে গুরুমহারাজ আমি আপনার কোন শিষ্যা নই । তবে আপনাকে নিজের গুরুরূপে পাবার আকাঙ্ক্ষা মনে ধারণ করি ।জানি না কোনদিন সেই সুবর্ণ সুযোগ পাব কিনা । আমি অত্যন্ত অধঃপতিত মহারাজ ।আমি শ্রীকৃষ্ণের পরম সেবক হবার জন্য মনে এক তীব্র আকুলতা অনুভব করছি।আমার মতো অধঃপতিত জীবের প্রতি শ্রীকৃষ্ণ মুখ তুলে তাকাবেন কিনা জানি না ।তাই আপনার কৃপা আবশ্যক গুরুমহারাজ । আপনার ,শ্রীল প্রভুপাদ আর শ্রীকৃষ্ণের কৃপায় আমি আজ প্রসাদভোজী হয়েছি এবং ষোল মালা জপ করছি ।আমার পরিবারে আমার অনুকূলে নয় । তবুও আপনার দিব্য উপদেশসমূহ আমি পালন করার চেষ্টা করি । গুরুমহারাজ আজকের এই শুভলগ্নে আপনাকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ।আপনাকে শ্রীকৃষ্ণ দীর্ঘায়ু দান করুক এই প্রার্থনা নিবেদন করছি , যাতে আমাদের মতো অধঃপতিত জীবাত্মাকে আপনি উদ্ধার করতে পারেন ।
আপনার নগণ্য সেবক ও শুভাকাঙ্ক্ষী,
ত্রিদীপা ঘোষ
বাংলাদেশ , ঢাকা ।