গুরুদেব ! আমার ভরসা শুধু তুমি ।
মায়া অন্ধকার ঘোর, অনর্থ সাগরে মোর,
দশা বড় হইয়াছে করুণ ।
সদা হাবুডুব খাই, একমাত্র আশা তাই,
ধরিলাম তোমার শ্রীচরণ ।।
গুরুদেব ! কবে হবে সেই দিন মোর ।
ভোগের প্রবৃত্তি যত, মোর চিত্তে আছে কত,
তাহার ইয়ত্তা কেবা জানে ।
নিবৃত্তি হইবে যবে, নিষ্কপট চিত্তে তবে,
তাকাইব তব মুখপানে ।।
নিষ্কাম-নিষ্কপট হইয়া, নববিধা ভক্তি লইয়া,
তব আজ্ঞা করিব পালন ।
পার্থিব সুখ-দুঃখ ছাড়ি, তবপাদপদ্ম ধরি,
নিরন্তর করিব সেবন ।।
ভাগবতের বিচার-লেশ, একান্ত অভিনিবেশ,
জীবেদয়া হইবে উদয় ।
হরিনামে রুচি হবে, অপরাধ দূরে যাবে,
যদি হও এদাসে সদয় ।।
লালসা করয়ে তাই, পদ্মমুখ নিমাই,
তোমার দয়া লঙ্ঘিবে সীমানা ।
সারা বিশ্ব দেখুক আজ, ওহে গুরু মহারাজ,
ওড়াও তোমার জয়ের পতাকা ।।
পদ্মমুখ নিমাই দাস, শ্রীধাম, মায়াপুর ।