Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Rūpavatī Kīrtidā devī dāsī (Bardhaman, West Bengal - India)

গুরুগৌরাঙ্গের জয়। 

শ্রীল প্রভুপাদের জয়। 

প্রথমেই শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরুমহারাজের শ্রীচরণে শতকোটি দন্ডবৎ প্রণাম।। 

গুরুগৌরাঙ্গের অশেষ কৃপায় আমি শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করে মায়াপুর দর্শন করতে গিয়েছিলাম।এবং তখনই আমি প্রথম গুরুমহারাজকে দর্শন করি এবং শ্রীল প্রভুপাদের কৃপায় গুরুমহারাজ আমার হাতে নৃসিংহদেবের প্রসাদী সুগন্ধি দিয়েছিলেন। তখন থেকেই আমি গুরুমহারাজ এবং ইসকনের প্রতি আকৃষ্ট হই। এরপর আমাদের সেই সময়ের ডিস্ট্রিক্ট প্রচারক নন্দগোপ কুমার ব্রহ্মচারী প্রভুর সাথে আমাদের যোগাযোগ হয়। আমরা যোগাযোগ করিনি হয়তো শ্রীল প্রভুপাদই আমাদের সাথে প্রভুর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এরপর প্রভু আমাদের বাড়িতে এসে ইসকনের সমস্ত নিয়মাচার হাতে ধরে আমাদের শিখিয়ে দেন। এরপর উনি আমাদের দীক্ষার জন্য প্রস্তুত করেন এবং ২০১১ সালের রাধাষ্টমীর পুণ্য তিথিতে গুরুমহারাজ আমাদের দীক্ষা প্রদান করেন। তখন আমি আর আমার প্রভু একসাথে দীক্ষা গ্রহণ করেছিলাম কিন্তু আজ আমি একা। দীক্ষার সেই দিনে আমি এত আনন্দ পেয়েছি যে জীবনে কোনোদিনও ওইরকম আনন্দ পাইনি। একবার আমার প্রভুর স্ট্রোক হয়েছিল এবং তার বাম হাত পড়ে গিয়েছিল আর তার বাম হাতে কোনো সার ছিল না। সবাই বলেছিলো হসপিটাল নিয়ে যেতে কিন্তু আমি কোথাও না নিয়ে গিয়ে ঘরে দরজা জানালা বন্ধ করে ওনাকে বসিয়ে হাতে জপের থলি তুলে দিলাম আর গুরুমহারাজকে স্মরণ করতে বললাম এবং প্রভু আস্তে আস্তে জপ করতে করতে এবং গুরুমহারাজকে স্মরণ করতে করতে গুরুমহারাজের অশেষ কৃপায় ওনার বাম হাতে সার এলো এবং কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হলো না। এভাবেই আমার জীবনে অনেক ঝড় আসে কিন্তু গুরুমহারাজের অশেষ কৃপায় তা হাওয়ার মতো উড়ে যায়। আমি গুরুমহারাজের শ্রীচরণে অনেক আনন্দে আছি এবং শেষনিঃশ্বাস পর্যন্ত এরকম আনন্দেই থাকতে চাই। আমি চাই সবাই যেনো গুরুমহারাজের শ্রীচরণে এসে এরকম আনন্দে থাকে। আমার মতো মানুষ গুরুমহারাজের কৃপা সম্বন্ধে বলে শেষ করতে পারবো না। গুরুমহারাজের অশেষ কৃপা। 

গুরুগৌরাঙ্গের জয়। 

শ্রীল প্রভুপাদের জয়। 

শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরুমহারাজের জয়। 

 

ইতি অধম রুপবতী কীর্ত্তিদা দেবি দাসি