Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Tapamaya Gaurāṅga dāsa (Mayapur - India)

গুরুমহারাজ, আমি আপনার দীক্ষা শিষ্যা সখিসুভদ্রা দাসী ।আপনার শ্রীচরণে ভক্তিবিনম্র দন্ডবৎ প্রণাম নিবেন করি।শ্রী শ্রী রাধামাধব, নৃসিংহদেব গৌরনিতাই এবং প্রভুপাদের চরনকমলে আপনার সবা'ঙ্গীণ কুশল কামনা করি এবং প্রাথ'না করি আপনার বাহাত্তরতম আবির্ভাব তিথি সব'তোভাবে মঙ্গলময় হয়ে উঠুক ।ভগবান যেমন তার পিতামাতাকে কারাগার থেকে মুক্তির জন্য বৃন্দাবন থেকে মথুরা চলে যান, তেমনি গুরুমহারাজ ও পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য শ্রীল প্রভুপাদের ডাকে সুদূর আমেরিকা থেকে ভারতবর্ষে চলে আসেন ।এহল যোগ্য গুরুর যোগ্য শিষ্য । এটি তার এক বৈরাগ্যের দৃষ্টান্ত ।

হরে কৃষ্ণ ,বাহান্ন হাজার শিষ্য পেয়েও গুরুমহারাজ আজও সন্তুষ্ট থাকতে পারছেন না । তাই আরও বেশি সংখ্যক মানুষের মুক্তির জন্য জুমের মাধ্যমে দিনরাত তার অমৃত বাণী প্রচার করে চলেছেন । হরিবোল ! আপনার এই প্রয়াসকে কোটি কোটি ধন্যবাদ । 

গুরুমহারাজ যে অন্তর্যামী তার কয়েকটি দৃষ্টান্ত যা আমি উপলব্ধি করেছি । আমাদের নামহট্টের এক মাতাজী চেয়েছিল তার নিজের নামের সাথে গুরুমহারাজ যেন দীক্ষার নাম জুড়ে দেন। তাই হয়েছে । মাতাজীর নাম ছিল কৃষ্ণা । গুরুমহারাজ নাম দিলেন কৃষ্ণা কৃত্তিদা দেবীদাসী । আমি একবছর ব্যাসপূজায় চেয়ে ছিলাম গুনমহিমা কীর্তনের সময় গুরুমহারাজ যেন স্টেজে উপস্থিত থাকেন । তাই হয়েছিল । আবার আমাদের এলাকার এক উপচক্রপতি গুরুদেবের কাছে ইচ্ছা করেছিল পলতা সহ মাটির প্রদীপ পেলে তিনি মন্দিরে রাধাদামোদরকে আরতি দেখাতেন। তখনি একজন এসে তার হাতে প্রদীপ দিয়ে গেল।

আর একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই ।

সপ্তসিন্ধুঘিরি  , তীথ' সারি সারি , 

            তাহাতে যে স্নানফল ।

তার কোটি গুন মিলে, বিন্দু সেবিলে,

      শ্রীগুরু চরণধোওয়া জল।।

হরে কৃষ্ণ ।