নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী নিতি নামিনে ।
নমো আচার্যপাদায় নিতাইকৃপাপ্রদায়িনে
গৌর কথা ধামধায় নগরগ্ৰাম তারিণে ।।
হে পরমপূজনীয় গুরুদেব,
কৃপাপূর্বক আমার সশ্রদ্ধ প্রণতি গ্ৰহণ করুন।
শ্রীল প্রভুপাদের জয় হোক । আপনার ৭২ তম শুভ আর্বিভাব তিথি জয়যুক্ত হোক ।
হে পতিতপাবন গুরুমহারাজ,
আপনি আমাকে আপনার চরণে আশ্রয় দিয়েছেন , তা আমার কোটি জন্মের সুকৃতির ফল । আমার এই লক্ষ্যহীন জীবনে, আপনি আমার জীবনের আসল লক্ষ্য কি তা বুঝিয়েছেন । যখন আমি অন্ধকার আচ্ছন্ন জীবনে প্রবেশ করতে শুরু করেছিলেন তখন আপনি আমাকে কৃষ্ণভাবনামৃতের আলোতে নিয়ে এসেছেন ।
হে প্রভুপাদের যোগ্য সৈনিক,
শ্রীল প্রভুপাদের দেওয়া আদেশ পালনে আপনি এই অসুস্থ লীলাতে এবং এই মহামারির মধ্যেও একটুও থেমে পড়েন নি। বরং দ্বিগুণ গতিতে ছুটে চলেছেন দিবারাত্রি। শারীরিক প্রতিকূলতার মধ্যেও আমাদের মুখ চেয়ে প্রতিদিন দর্শন দান, সান্ধ্যকালীন প্রবচন, পরিক্রমায় অংশগ্রহণ, মিটিং এ যোগদান প্রতিদিন হাজারো ব্যস্ততা।
হে দিক নির্দেশক ,
আমি তা মন থেকে স্বীকার করি যে, আপনি আমার হালহীন জাহাজের কান্ডারী হয়ে সর্বদা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন । আজ পর্যন্ত যত অসুবিধার সম্মুখীন হয়েছি আপনি যেকোনো ভাবেই হোক তা থেকে উদ্ধার পাবার পথ দেখিয়েছেন । তা সে আপনার প্রবচনের মাধ্যমেই হোক বা জৈষ্ঠ্য ভক্তদের নির্দেশনার মাধ্যমে । আপনাকে স্মরণ করে যেকোনো কাজ করলে তাতে কোনো অসুবিধা অনুভব করি না ।
হে পারমার্থিক শিক্ষক ,
আপনার প্রবচনে একই সাথে আধ্যাত্মিক গভীরতা ও হাস্যোরস ফুটে ওঠে । গৌরাঙ্গের নাম ও লীলার প্রতি প্রতি প্রগাঢ় দৃঢ়তা আপনার প্রবচনের মাধ্যমে ফুটে উঠে ।
হে পিতা ,
আমি আপনার আযোগ্য পুত্র। আমার কোনো যোগ্যতা আপনি আমাকে সেবার অনেক সুযোগ করে দিয়েছেন। কিন্তূ আমি এতই দূর্ভাগা যে আমি তা হেলায় হরাচ্ছি ।
হে গুরুদেব ,
আমি এত অধম , পতিত হওয়া সত্ত্বেও আপনি আমাকে আমার চরণে আশ্রয় তো দিয়েছেন । আমি আরো ঐকান্তিক ভাবে চাই যে আপনি আমাকে আপনার শিষ্য রুপে গ্ৰহণ করুন।