Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Hṛṣīkeśa Gaura dāsa (Asansol - India)

নমো ওম্ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে
শ্রী মতে জয়পতাকা স্বামীনিতী নামিয়ে।
নমো আচার্য্য পাদায় নিতাইকৃপা প্রদাইনে
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনকে।

আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।

আপনার পতিতপাবন নাম আমার মতো অধম পতিত জীবনের জন্য। সত্যিই আপনার মহিমা কীর্তন করার কোনো যোগ্যতা আমার নেই কারন আপনার নিকট দীক্ষা গ্রহণ করার ১৬ বছর পরেও আমি সেই অধম থেকে গেছি। আপনার সাথে যোগাযোগ হওয়ার প্রথম দিনগুলো ভাবলে আমি সত্যিই অবাক হয়ে যাই। আপনি কতই না উৎসাহের হেতু ছিলেন তখন। মঙ্গল আরতির পর পঞ্চতত্বের সামনে জপ করার সাথে সাথে ভক্তদের নানা রকমের আবদার আপনি কেমন হাস্য মুখে কৌতুক ভরে বলতেন। তারপর প্রাতভ্রমন করে গুরু পূজা সুলভে নয়তো গদায়। আপনার সঙ্গ ছাড়তে আমাদের মন একদমই ঢাইতএমনকি আমি নাওয়া খাওয়াও সময়মতো করতে পারতাম না। কিন্তু এখন সেই উৎসাহ সব যেন আমি হারিয়ে ফেলেছি আমার আবার পতন হয়েছে।আমি নিত্য অপরাধী, জানি না এর শেষ কোথায়। আমি ভীষণ অহঙ্কারী। প্রথম প্রথম আপনার শ্রীচরণে অনেক অপরাধ রয়েছে, আমার জড় বুদ্ধি দিয়ে আপনার তুলনা করেছি। আপনার মহিমা উপলব্ধি করতে পারিনি। আমার মতো দুর্ভাগ্য খুব কয়জনের। আপনার বিশেষ কোনো সেবা না করে আমি নিরন্তর অপরাধী সেবার অযোগ্য।। আপনার সেবা অভিলাষী হয়ে জন্মজন্মান্তর ধরে আপনার সেবা দ্বারা নিজেকে শুদ্ধ করার প্রয়াসী রইলাম।আপনার একান্ত অনুগত হৃষীকেশ গৌর দাস রাণীগঞ্জ পশ্চিম বর্ধমান

Hṛṣīkeśa Gaura dāsa