Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Suranātha Jagannātha dāsa (Avatārī Deśa - Middle East)

হরেকৃষ্ণ
শ্রী গৌরাঙ্গ জয়তু

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে।
নির্বিশেষ শূন্যবাদি পাশ্চ্যাত দেশ তারিণে।।

প্রিয় গুরু মহারাজ,
আপনার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। গুরুদেব আপনার সুস্থতা কামনা করে শ্রী শ্রী রাধামাধব অষ্টসখি বৃন্দ, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা,শ্রী নরসিংদেব ভগবান, শ্রী গৌর নিতাই ও পঞ্চতত্ত্ব, পূর্বতন আচার্য এবং শ্রীল প্রভুপাদ এর কাছে প্রার্থনা করি।
গুরুদেব, আমি জানিনা কিভাবে একজন আধ্যাত্নিক পিতার জন্য অফারিং লিখতে হয়। তারপরও এই ছোট্ট প্রয়াস। যদি কোনো ত্রুটি থাকে অপরাধ ক্ষমা করবেন।
ওহে গুরুদেব, আপনার মহিমা আমি কি বর্ণনা করব এই তুচ্ছ জ্ঞানে। আপনার দয়ার কথা কিভাবে আমি চিন্তা করতে পারি। আপনি নিতাই কৃপা প্রদায়িনে, আপনি নিত্যানন্দ প্রভু কৃপা বিতরণ করেছেন।
গুরুদেব আপনি নিত্যানন্দ প্রভুর কৃপা বিতরণের মাধ্যমে সবাইকে কৃষ্ণপ্রেমে মাতিয়েছেন। নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা নিয়ে এসেছেন কিন্তু আপনি সেই নিত্যানন্দ প্রভু থেকে সেই প্রেমের বন্যা মেগে নিয়ে সারা জগত বাসিকে প্লাবিত করতেছেন।
হে পরম আরাধ্য শ্রীল গুরুদেব, আপনার মহিমা অপার- অসীম। গুরুদেব আপনি আমার মত অজ্ঞানী- অযোগ্য ব্যক্তি কে দীক্ষার মাধ্যমে আপনার সন্তান হিসেবে গ্রহণ করেছেন। যদিও আমি সেটার যোগ্য নয়। এটা আপনার অসীম গুণাবলীর একটা নিদর্শন।
হে গুরুদেব আপনার অহৈতুকী কৃপা কি করে যে বদ্ধ জীবের উপর বর্ষিত হচ্ছে তা আমার মত বিষয়ীর পক্ষে বোঝা বড় দায়।
গুরুদেব আপনি আমার জন্য কৃপা করবেন আজকের এই শুভ দিনে (ব্যাস পুজা), আমি যেন আপনার সাথে যুক্ত থাকতে পারি, আপনার আদেশ এবং নির্দেশ অনুসারে প্রচার সেবায় যুক্ত থেকে শ্রীল প্রভুপাদের আন্দোলনে নিজের জীবনকে যেন উৎসর্গ করতে পারি।

ওহে প্রিয় গুরুদেব তব কৃপা সার,
চাই না আমি অন্য কিছু জীবনে আর।

মোর কৃষ্ণ ভজনে চিত্ত নাহি রয়,
বিষয়ে ভোগেতে বিরক্তি নাহি হয়।

ওহে দয়াময় তুমি জগত পতিত পাবন,
তোমার অপার করুনাতে জিবের তারন।

হে প্রভু তোমার চরণে দিও মোরে ঠাই,
ভবসাগরে ডুবি কূল কিনারা না পাই।

দুর্বুদ্ধি অধম মুই করি কৃপা আশ,
তব কৃপা ভিক্ষা মাগে সুরনাথ দাস।

আপনার সন্তান

সুরনাথ জগন্নাথ দাস (দীক্ষা)।
অবতারী দেশ, রাধামাধব নামহট্ট সেন্টার।