“শ্রদ্ধাঞ্জলি”
ছিলাম আমি অজ্ঞানের ঘন আঁধারে
কৃষ্ণ কৃপা করিলেন মোরে তারিবারে।
পাঠালেন নিজদূত ভক্ত শিক্ষাগুরু
হরিনাম অার গ্রন্থ পাঠেতে ভকতি হল শুরু।।
কোন এক ক্ষণে নিজ হাতে তিনি সঁপিলেন তুয়া চরণে,
অাশ্রয় লইয়া পবিত্র হলাম কায়া,চিন্তা, মননে।
শুনিলাম তব অমিয় বাণী, হেরিয়া তব শ্রীরূপ
সেক্ষণে বুঝিলাম তুলিবেন টানি হতে জড় অন্ধকূপ।
কেমন লভিভে কৃষ্ণপ্রেম সবে, তাই হৃদয়ে আঁকা
প্রভুপাদ তাই দিলেন তব নাম জয়পাতাকা।
দিন ভর মজি ভক্ত সেবায় বিলাইছেন গৌরকথা,
নিজ আচরিয়া শিখাইলেন সবে প্রেমভক্তির গাঁথা।
গুরুমহারাজ তব কত করুণা পারিব না মুখে বলি
আজি শুভ ব্যাসপূজা তিথিতে লও এ অধমের শ্রদ্ধাঞ্জলি।
Devapriya Govinda Dāsa (dīkṣā)
Puṇḍarīka dhāma, Caṭṭagrāma, Bangladesh