Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Aparājita Devakī devī dāsī (Khulna - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে
নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

প্রিয় গুরুমহারাজ,

কৃপাপূর্বক আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল প্রভুপাদের জয় হোক! পতিতপাবন গুরু মহারাজ, আপনার জয় হোক! আপনার ৭৩-তম ব্যাসপূজা মহামহোৎসব জয়যুক্ত হোক!

গুরুমহারাজ, আপনার করুনার কথা আজীবন স্মরনে থাকবে, আপনি কৃপার সাগর। আপনি নিজের জীবন দিয়েও সবাইকে কৃপা করেন। যে কিনা আপনাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চেষ্টা করেছিল আপনি তাকেও ক্ষমা করে দেন! এহেন গুরু পেয়েও কেন আমার পারমার্থিক কাজের প্রতি আগ্রহ নেই জানিনা। সব সময় আমার লক্ষ্য নাম ও যশের প্রতি। গুরুমহারাজ, আপনার ফেইসবুকে সরাসরি প্রবচন, ভিডিও বার্তা গ্রন্থ এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমের দ্বারা আমরা যে উপকার পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনার কৃপাতে আমার ৩টা কন্যা সন্তান, তাদের ২ জন অপনার দীক্ষিত এবং অন্যজন একদোশী ও জপ করে। তারা যদি তাদের অর্জিত বিদ্যা (পড়াশোনা) শ্রীল প্রভুপাদের সেবায় লাগাতে পারে তাহলে আমি খুবই খুশি হবো। আমার দুর্ভাগ্য যে আমি তেমন কোন সেবামূলক কাজ করতে পারি না। সকালে মঙ্গল আরতিও সময়মতো করতে পারি না। আমার প্রভু আর আমি প্রতিদিন ভাগবতম পড়তে আর বিভিন্ন প্রবচন শ্রবনের চেষ্টা করছি। আমাদের এখানে খুলনা মন্দির থেকে প্রতি সপ্তাহে ভক্তি বৃক্ষের ক্লাস হয় । আমরা মাঝে মধ্যে আমাদের গৃহে ক্লাসের আয়োজন করি। আপনার কৃপাতে আমাদের বাড়ির পাশেই এখানে ছোটদের পারমার্থি ক্লাসের আয়োজনের করা হয়েছিল। কিন্তু করোনাকালীন সময় আসার ফলে ক্লাসটা আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। হে গুরুদেব আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা আপনার আদর্শগুলো গ্রহন করতে পারি এবং কৃষ্ণভাবনাময় হতে পারি । আমার দুঃখ এটাই আপনার মতো সদগুরু পেয়েও তার আদর্শ গ্রহন করতে পারছি না। আমাদের গুরুদেব যিনি অসুস্থ হয়েও ক্লাস দেন, প্রচার করেন, উইল চেয়ারে বসেও গঙ্গা স্নান করেন, যিনি ভগবানের নিত্য সেবক- এমন শিশুর মতো সরল আর করুনার প্রতিমূর্তিকে নিজের গুরু হিসেবে পেয়েও আমার হৃদয় পরিবর্তন হলো না।

ভগবানের চরনে নিবেদন তিনি যেন আপনাকে দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য শরীর দান করেন ; আপনাকে দেওয়া দীক্ষার সময়ের প্রতিজ্ঞা আমারা যথাযথভাবে পালন করতে পারি- এটাই প্রার্থনা।

আপনার নগন্য পারমার্থিক কন্যা

অপরাজিতা দেবকী দেবী দাসী (দীক্ষা শিষ্যা, খুলনা, বাংলাদেশ।)