৭৩ তম ব্যাস পূজা
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।
আজ আপনার 72 তম ব্যস পূজা উপলক্ষে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ক্ষুদ্র প্রয়াস করছি,
হে আমার পরম আরাধ্য গুরুমহারাজ আপনার শ্রী রাতুল চরণে এই অধমের শত সহস্র সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম স্বীকার করুন
নমঃ ও্৺ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে।
শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে।।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী।
গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে।।
হে গুরু মহারাজ, আপনি আপনার পরমারাধ্য ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত এ সি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের যে মনোভিলাষ, তা গুরু পরম্পরাক্রমে আগত শ্রীমন মহাপ্রভুর অভিষ্ঠ পূরণের অভিলাষ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন
পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম।
সর্বত্র প্রচার হইবে মোর নাম।
শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূরনের লক্ষে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে ভগবানের প্রকৃত নাম প্রচারচ করেছেন। যার ধারাবাহিকতায় হে গুরু মহারাজ, আপনি আপনার এই বপু নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনার গুরুদেবের দেয়া অসংখ্য আদেশ নির্দেশ আপনি সঠিক ভাবে পালন করে যাচ্ছেন একজন সঠিক পথ প্রদরশক বা আদর্শ আচার্যের পরিচায়ক।
আপনার অদম্য প্রচারে আমি একজন অধঃপতিত জীব। হে গুরুদেব আপনার অশেষ কৃপা না হলে যে কি হত, আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি অনেক অপরাধে অপরাধী । সেটা জেনেও আপনি আপনার শ্রীচরনে ঠাই দিয়েছেন আমাকে। হে গুরুদেব আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিররিনি। আমি যেন সকল প্রকার অপরাধ থেকে মুক্ত হয়ে আপনার দেয়া আদেশ গুলো সুন্দর ভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হে গুরুদেব আপনি আমাকে এই কৃপা আশীর্বাদ করুন, যাতে আমি আমার সারাটি জীবন আমার পরিবারের সবাইকে নিয়ে আপনার শ্রী চরন কমলে সবাই যুক্ত থাকতে পারি। আপনার চরন কমলের সেবাই যুক্ত থেকে প্রসার,সাধন, ভজন,প্রবচন শ্রবন ও গ্রনথ অধ্যায়ন করতে পারি । একটি মুহূর্তে ও যেন ভক্তিযোগ থেকে বিচুত্য না হই। আমার মনটা যেন শ্রী শ্রী গৌর নিতাই এর চরন কমলে থাকে সেই কৃপা আশীর্বাদ করুন।
ইতি আপনার অবৈধ সন্তান
Shapna rani sarket (sheltered disciple)
Bhaktivedanta Manor, London, UK