হরে কৃষ্ণ গুরু মহারাজ।
দয়া করে আপনার শ্রী চরণে আমার দন্দবৎ প্রণাম গ্রহণ করুন।
আপনি এখন দিব্য ব্যাক্তি, আমার সম্মন্ধে কিছু বলার আমার কোনো যোগ্যতাই আমার নেই, আপনার সাথে কাটানো কিছু মুহূর্ত আমি বলতে পারি শুধুমাত্র, আমি প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আমি সেই ছবি নিচে দিয়েছি, দিনটি ছিল ৪ ঠা মার্চ, ২০২২ । আমি সেদিন দেখেছিলাম একটা দিব্য জ্যোতি বেরোচ্ছে আপনার চারিপাশ থেকে। সেদিন আপনাকে দেখে আমার মনে পড়ে গেলো সেই পুরোনো দিনের কথা, আপনি যখন জম্পো নিয়ে গোটা ওয়ার্ল্ড পরিপূর্ণ করে দিতেন কৃষ্ণ প্রেমের বন্যায়। আমি যখনই আপনার কাছে সাহায্য চেয়েছি পারমার্থিক উন্নতির জন্য আপনি কৃপা করেছেন। আমি আপনার কৃপায় এবারের নবদ্বীপ মন্ডল পরিক্রমা অংশগ্রহন করতে পেরেছি। এবং শ্রীধাম মায়াপুরে অনেক সেবা করার সুযোগও পেয়েছি। আপনি হচ্ছেন ঔদার্যের অবতার, আপনি পতিত পাবন। শ্রীল প্রভুপাদ বলেছেন আপনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। গুরুমহারাজ আমি আপনার চরণআশ্রয় নিয়ে ভক্তি করতে চাই। দয়া করে আপনি কৃপা করুন এই অধম এর প্রতি ।
আপনার আখাঙ্খি শিষ্য
সৌম্যদীপ পাল
Soumyadeep Pal (aspiring disciple)
Bardhaman, West Bengal, India