Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Sourab Seth (সৌরভ শেঠ) (Hooghly - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায়া ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্য্য পাদায় নিতাইকৃৃৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।

জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ ।
জয় পতিতপাবন গুরুমহারাজ ।

গুরুমহারাজ, কৃপাপূর্বক আপনার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন।

আপনার ৭৩ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপুজা মহোৎসব জয়যুক্ত হোক।

ভক্তবৎসল ভগবান শ্রীনৃসিংহদেবের কাছে আপনার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

হে গুরুমহারাজ আপনার গুণমহিমা কীর্তন করার মতো কোনো যোগ্যতা এই অধমের নাই। তবুও গুরুমহারাজ ও সকল বৈষ্ণববৃন্দের আশীর্বাদ প্রার্থনা করে ব্যাসপুজার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।

হে পরম আরাধ্য গুরুমহারাজ আপনি গৌরাঙ্গের নিজজন এবং শ্রীল প্রভুপাদের অন্যতম একনিষ্ঠ প্রিয় সেবক, শ্রীল প্রভুপাদের সংকীর্তন আন্দোলনের বীর যোদ্ধা।সর্বদা, সবসময়ই প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রতিটি সেবার মাধ্যমে আমাদের আকৃষ্ট ও অনুপ্রাণিত করছেন। জীবনের প্রতিটি মুহুর্তে কিভাবে কৃষ্ণভাবনাময় থাকতে পারি সেই শিক্ষা আপনি আচরণ করে আমাদের প্রদান করছেন, তাই তো আপনি আচার্য্যপাদ।

শুধুমাত্র আপনার অহৈতুকি কৃপাবলে আমার মতো আসুরিক ভাবাপন্ন,সদা কামরত,নরাধমও, ইসকনের মতো শুদ্ধ ভক্তির নৌকায় আশ্রয় লাভ করতে পেরেছে, আপনার শ্রীচরণে আশ্রয় পেয়ে ভক্তসঙ্গের সুযোগ পাচ্ছি।

পরম করুণাময় নিত্যানন্দ প্রভু যেমন অকাতরে সকলকে হরিনাম দিয়ে উদ্ধার করেছেন আপনিও তেমনই এই ভূভারতের যত অধম পাপীদের উদ্ধার করতে সর্বদা আগুয়ান। তাই আপনি ‘নিতাই কৃপা প্রদায়িনে’, সেই লোভে আমার মতো পাপীও আপনার কৃপাপ্রার্থী।

আপনার অকৃত্রিম কৃপার বলে ইসকন ইউথ প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে আপনার শিষ্য শ্রীপাদ মনোরম গোপাল প্রভুর আনুকূল্যে আপনার বাণী সেবার সামান্য সুযোগ লাভ করেছি। আপনার বাণীই আমার প্রতিটি দিনের চালিকাশক্তি এবং মায়ার কবল থেকে মুক্ত থাকার অস্ত্র। জীবনের প্রতি পদক্ষেপে, পারমার্থিক হোক আর জাগতিক হোক সকল সমস্যার তৎক্ষনাৎ সমাধান আপনার শ্রীমুখের বাণী। কিন্তু আমার হৃদয় এত কলুষতায় পূর্ণ যে আপনার বাণী, আপনার নির্দেশ সঠিকভাবে পালন করতে পারি না। তবুও আপনি সবসময় কৃপা বর্ষণ করে চলেছেন এই অধমের প্রতি। চৈতন্য লীলা প্রবচন ও অভিনব জুম দর্শনের মাধ্যমে আমাদের আনন্দ ও কৃপা প্রদান করছেন।

আপনার এই ৭৩তম আবির্ভাব তিথিতে আপনার শ্রীচরণে নিবেদন এই যে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমাপ্রার্থী আপনার উপদেশসমূহ সঠিকভাবে পালন করতে পারছি না, আপনার চরণে অনেক অপরাধ করছি। গুরুমহারাজ দয়া করে এই অযোগ্য চরণাশ্রিত দাসের ভুলত্রুটি অপরাধ মার্জনা করে কৃপা-আশীর্বাদ করে আপনার পুত্র হিসেবে স্বীকার করে শ্রীচরণে স্হান প্রদান করবেন।

জয় পতিতপাবন গুরুমহারাজ ।

জয় শ্রীল প্রভুপাদ

-- আপনার অযোগ্য চরণাশ্রিত শিষ্য সৌরভ শেঠ, আরামবাগ, হুগলি, ভারত।

Sourab Seth (সৌরভ শেঠ) (sheltered disciple)
Hooghly, India