হে গুরুদেব মহারাজ, আপনার শ্রীচরনপদ্মে আমার দন্ডবৎ প্রনাম গ্রহন করুন।
আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।
আমার এ ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি আপনার চরনে সমর্পন করলাম।
ওহে গুরুদেব তোমার চরন আমার জীবন
হে চরন বিনা নাহি আমার অন্য ধন।।
আমার মন ,দুষ্টু জন।
তোমারও বানী দন্ডদাতা হয়ে,
করে বন্য মনের শাসন।।
আমি দেহ নই আত্মা, গীতা ভাগবতে এ জ্ঞান জানি।
তোমার আচরন উজ্জল দৃষ্টান্ত, সদা বিজ্ঞান মানি।।
প্রভুপাদের চরনে তোমার সমর্পন সদা বিরল জগতে।
এমন সমর্পন জগতের শিক্ষা হয়ে রবে যুগে যুগে।।
তিতীক্ষব কারুনিকা সুহৃত সর্বদেহিনাম।
জগতে ঘোষিত আজ জয়পতাকা নাম।।
হে মনের আসক্তি তোমার চরনে বর্ধিত হোক দিনে দিনে।
পূজিত হোক তোমার চরন আমার নয়নের কোনে।।
শত শত জীবের কান্ডারী তুমি গুরুদেব মহারাজ।
তোমার দাপটে সকল অশুভ ভিগ্ন হয় নাশ।।
পতিত অধম আমি নাহি কোন বল
তোমার চরনে কাদিঁয়া কাতর আমি সুকোমল।।
আপনার অযোগ্য সন্তান,
সুকোমল নিত্যানন্দ দাস(দীক্ষা)
হবিগঞ্জ, বাংলাদেশ।
মোবাইল ঃ ০১৭৪৫০৪৯৯৭১