নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িণে,
গৌরকথা ধামোদায় নগর-গ্রাম তারিণে।।
প্রিয় গুরুমহারাজ,
কৃপা করে আমার সশ্রদ্ধ প্রনাম গ্রহন করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। আমি কৃষ্ণের নিকট অত্যন্ত ঋণী, যিনি আমাকে আপনার চরণের আশ্রয় প্রদান করেছেন।
হে পরমারাধ্য গুরুদেব,
"আপনার শুভ আবির্ভাব তিথী জয়যুক্ত হোক।" ত্রিভুবনে সর্বত্র আপনার মহিমা কীর্তিত হোক।
হে পরমদয়াল,
আমি সত্যিই অনুভব করতে পারছি না, আপনি এত যন্ত্রণা অনুভব করা সত্ত্বেও শ্রীল প্রভুপাদের প্রচারে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন এবং সর্বদা আমার মত বদ্ধ জীবদের প্রতি আপনার করুণা বিতরন করছেন। আমার প্রতি কৃপাবারি বর্ষণ করুন, যেন এই জীবনে অন্তত আপনাকে অনুভব করতে পারি। সর্বদা গ্রন্থপাঠ, তুলসীসেবা, প্রবচন সবকিছুর মাধ্যমে আমাদের কৃষ্ণভাবনায় যুক্ত করছেন, যা আপনার করুনার অনবদ্য প্রকাশ।
হে আচার্যপাদ,
আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রীমান মিত্রগোপা প্রভু চলে যাওয়ার পরে আপনি করুনা করে আবারও আমাকে আপনার পরমপ্রিয় শিষ্যদের সাথে যুক্ত করেছেন, যা আপনার অবর্ণনীয় কৃপা। যারা সর্বদা আমাকে ভক্তিজীবনে সাহায্য করছেন।
হে নিতাইকৃপা প্রদায়িনে,
আপনার প্রচারকার্যে সাহায্য করার জন্য আমি নিজেকে তৈরি করতে চাই। যা শুধুমাত্র আপনার বিন্দু করুণায় সম্ভব। বেইস এবং অন্যান্য মাতাজীদের মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে চাই, দয়া করে আমাকে আপনার যন্ত্র হিসেবে গ্রহণ করুন।
"শ্রীরূপমঞ্জরীপদ, সেই মোর সম্পদ......
সেই মোর জীবনের জীবন।"
হে গুরুদেব,
আপনার চরণপদ্ম যেন আমার মন্ত্রমহৌষধি হয়।
আপনার পারমার্থিক কন্যা
সুমাধুরী সুদেবী দাসী(দীক্ষা)
স্বামীবাগ, ঢাকা।