হরে কৃষ্ণ আমার প্রিয় গুরু মহারাজ। আপনার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম।
আপনার গুনগান যতই করি না কেনো সেটা কমই হবে আমার জন্য। কথায় আছে বৃক্ষের পরিচয় ফলে পাওয়া যায়। আবার সেইরকম উল্টোটাও ঠিক। আমরা শ্রীল প্রভুপাদ ও আপনার মাধ্যমে সেই গুরু শিষ্য সম্পর্কটি দেখতে পাই। শ্রীল প্রভুপাদ যেমন ওনার গুরু মহারাজের কথা রাখার জন্য সারা বিশ্বে প্রচার করেছেন, আপনিও ঠিক সেই ভাবে শ্রীল প্রভুপাদকে খুশি করার জন্য যেখানে যেখানে শ্রীল প্রভুপাদ প্রচার করেননি সেই সব দেশে প্রচার করেছেন। আজ জগন্নাথ মন্দিরে বিদেশি হিসাবে শুধু মাত্র আপনার ঢোকার অনুমতি আছে, এর থেকে আমি বুঝতে পারি আপনি বিদেশি নন আপনি এই জগতের। আজও আপনার শরীর অসুস্থ থাকা সত্বেও যেই ভাবে আপনি প্রচার করে যাচ্ছেন ও শ্রীল প্রভুপাদ এর আদেশ পালন করছেন আজ তা ইসকনের সমস্ত সদস্যের কাছে আদর্শ এবং তা অনুসরণীয়। শ্রীল প্রভুপাদ এর আদেশ পেয়ে আপনি যে ভাবে মায়াপুর কে আজ আমাদের দিলেন তা ভক্তরা ও জগতবাসী কোনোদিন ভুলবে না।
ব্যসপূজা উপলক্ষে আমার মত ক্ষুদ্রের আপনাকে কিই বা দেবার আছে। কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আপনার কাছে আমি প্রার্থনা করছি, আমাকে আশীর্বাদ করুন যেনো আমি শীঘ্রই আপনার চরণাশ্রয় লাভ করতে পারি এবং শ্রীল প্রভুপাদ এর এই প্রচার অভিযানে যোগদান করে আপনাকে সন্তুষ্ট করতে পারি।
আপনার অধম চরনাশ্রয় প্রার্থী
অরিন্দম মন্ডল
পূর্ব বর্ধমান