। । শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু ।।
নমঃ ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।
নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়ীনে।।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারীনে।।
আমার জন্ম জন্মান্তরের হে পরম আরাধ্য আধ্যাত্মিক পিতা সর্ব প্রথমে আপনার রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রনাম।
হে পিতা আপনার প্রদেয় জ্ঞান আলোয় আলোকিত হয়ে , আপনার আবির্ভাব তিথি বা ব্যাসপূজা মহোৎসব - ২০২২ এ আমার উপলব্ধি
আপনার শ্রীচরণে সমর্পণ করছি। যথার্থ ধারায় গুরু পরমপরার মাধ্যমে ভগবান মহাপ্রভূর সেনানী ভক্ত ইসকন এর প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের এক অনবদ্য সৃষ্টি আপনি জয়পতাকা স্বামী মহারাজ। হনুমানজীর হাতের ধ্বজ এর মতো দিব্য গুণাবলী আপনার মধ্যে বর্তমান। বর্তমান সময়ে আপনার প্রচার কার্যক্রমই তার সবচেয়ে বড় প্রমাণ। সমস্ত পৃথিবী যেখানে করোনা মহামারীর ভয়ে তটস্থ , আপনি সেখানে ভয়কে জয় করে অভিনভ পন্থায় জুম মিটিং এর মাধ্যমে প্রভূপাদের আদেশ অক্ষুণ্ন রেখে কৃষ্ণ আন্দোলন আরো বেগবান করে তুলেছেন । সম্প্রতি প্রকাশিত আপনার দীক্ষিত শিষ্য ও শিষ্যার চার্টে দীক্ষিত শিষ্যের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। তাই আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে , আপনি শুধু আমাদেরই গুরুদেব নয় গোটা মনুষ্য জাতির এক মহান পথ প্রদর্শক। কারণ ক্রান্তিকালে বা সংকটময় মুহূর্তে মনুষ্য জাতির কি করনীয় সে বিষয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন । কয়লার কলুষতা কালো রং অগ্নির পরশে যেই রূপে হয় হরণ , আপনার পরশে আমাদের মত সেই রূপ অধম পতিত জনের মনের মলিনতা হয় ক্ষরণ ।
হে পতিত পাবন গুরুমহারাজ আপনি যেভাবে নিতাইয়ের কৃপার মতো পতিত জনকে উদ্ধার এর ব্রত নিয়েছেন । আমরাও যেন ব্রত নিয়ে আপনার বানী ও বপু সেবার মাধ্যমে আপনার পদরেণু প্রাপ্ত হয়ে আমৃত্যু পর্যন্ত আপনার সান্নিধ্য লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে পারি । এই প্রার্থনা জানাই আপনার রাতুল চরণে ।
হে পতৃদেব আপনি জড় দেহে বিভিন্ন
প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও সর্বদা চিন্ময় স্তরে
অধিষ্ঠিত থেকে শ্রীল প্রভুপাদের প্রত্যাশাকে
বাস্তবে রূপদান করেছেন ।এর পাশাপাশি আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে , কলিহত আর্ত পীড়িত মন্দা ভাগ্যে জর্জরিত সকল মনুষ্য জাতিকে সকল পরিস্থিতিতে নিরন্তর হরি ভজন করার মূলমন্ত্র ।
হে পরমারাধ্য গুরুদেব আপনার গুণ মহিমা কীর্তন করার ক্ষমতা নাহি মোর কিছু । তথাপি কভু নাহি ছাড়ি আপনার পিছু । আপনার জীবনাদর্শন যখনই করি অবলোকন তখনই আমার হৃদয় পটে ভেসে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের সেই বানী -
সততম্ কীর্তয়ন্তঃ মাম্ যতন্তঃ চ দৃঢ়ব্রতাঃ ।
নমস্যন্তঃ চ মাম্ ভক্তা নিত্যযুক্তাঃ উপাসতে।।
হে পতিত পাবন গুরুমহারাজ আপনার চলার পথে সকল অমঙ্গল নিরসন কল্পে প্রতি প্রত্যুসে সূর্য দেবকে প্রনাম , বৃন্দাদেবীকে প্রদক্ষিণ , বৃন্দা পত্র ভগবান শ্রীনৃসিংহ দেবের চরণে সমর্পণ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণে দুই মালা নাম জপ সমর্পণ করে নিজের তপস্যা ও নিত্য সেবার কাজে সম্পৃক্ত হই ।
হে গুরুদেব আপনি যেভাবে শ্রীল প্রভুপাদের প্রত্যাশাকে বাস্তবায়ন করেছেন , আমরাও যেন সেই ভাবে আপনার প্রত্যাশাকে বাস্তবায়ন করতে পারি । এই প্রার্থনায় ----
আপনার কৃপা ধন্য
সুন্দর গৌর - নিতাই দাস
ঢাকা , বাংলাদেশ ।
জয় পতিত পাবন গুরুমহারাজের ৭৩তম আবির্ভাব তিথি কি জয় ।
জয় শ্রীল অভয়চারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২৫ তম আবির্ভাব তিথি কি জয় ।
জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় ।