হে মহান তব গুনগানে
মোর আঁখিদ্বয় হয় সিক্ত,
তুমিই তো সেই পতিতপাবন
বিষয় ভোগেতে রিক্ত।
যাঁহার বদান্যতা তপ্ত রবিকরে ছায়াদায়ি বট বৃক্ষকেও বক্রোক্তি করে,যাহার শ্রীকন্ঠ নিঃসৃত চৈতন্য চরিত বৈষ্ণবগনের চিত্তে রসায়ন স্বরূপ। যিনি তাপক্লিষ্ট জনগণের পরিত্রানে তিতিক্ষামুর্তি
তথা রূপানুগ সম্প্রদায়ের প্রবাহিত আদর্শের দীপ্তিমান ধ্রুবতারা।ভুমিতে লুটিয়ে দন্ডবৎ প্রনতি
অর্পন করছি সেই পরমহংস পরিব্রাজকাচার্য ওঁবিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের শ্রীপাদপদ্মে।নিত্যকাল মহিমান্বিত হোক আপনার মহিমান্বিত ব্যাসপুজা।
গুন মহিমা রচনায়,
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শ্রীচরনাশ্রিত
শ্রীমান অভয় রাজ তুফান।
তাড়িনি কুমার সড়ক,কাউনিয়া,বরিশাল,বাংলাদেশ।