Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Ānandamayī Kamalā devī dāsī (Narayanganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

শ্রদ্ধেয় শ্রীল গুরু মহারাজ,

কৃপাপূর্বক আপনার শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। আপনার ৭৩ তম ব্যাসপূজা মহা মহোৎসব জয়যুক্ত হোক। জয় শ্রীল প্রভুপাদ! জয় শ্রীল গুরু মহারাজ!

হে পতিতপাবন শ্রীল গুরুদেব,

আপনার মহিমা বর্ণনা করার মতো কোন যোগ্যতা ও উপলব্ধি কোনোটিই আমার নেই। তবুও আপনার আবির্ভাব তিথির এই মহান ক্ষণে আপনাকে আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি আমাকে শ্রীল প্রভুপাদ, সম্পূর্ণ গুরু পরম্পরা ধারা আর সর্বোপরি শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করেছেন। কী যে অমূল্য ধন আমি পেয়েছি, তা হয়তো সবসময় উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন আশেপাশের কৃষ্ণবিমুখ লোকেদের কৃষ্ণ থেকে অনেক অনেক দূরে সরে গিয়ে কেবলমাত্র এই জড়জগত আঁকড়ে ধরে সুখী হওয়ার অলীক স্বপ্ন দেখতে দেখি, তখন সত্যিই কতটা কৃতজ্ঞ বোধ করি জানা নেই। বলতে ইচ্ছে করে বারবার, “ধন্যবাদ গুরু মহারাজ, ধন্যবাদ শ্রীল প্রভুপাদ।”

হে হৃদয়ের রাজ গুরু মহারাজ,

আপনি সর্বদা আমাকে দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কোন সমস্যা, সংশয় বা প্রশ্ন যাই মনে মনে চিন্তা করি না কেন, হয়তো কখনও সাহস করে জিজ্ঞেসও করে উঠতে পারি না, কিন্তু আপনি আপনার উদ্ধৃতি, প্রবচন, গ্রন্থ বা কোন ভক্তের মাধ্যমে সেই সময়েই আমাকে সব আশঙ্কা থেকে মুক্ত করেন। বিগত দিনগুলিতে এটিই কেবলমাত্র আমার ধারণা ছিল। সম্প্রতি কিছু অভিজ্ঞতা থেকে বুঝলাম আপনি আসন্ন প্রতিকূলতা বা সমস্যার সমাধানও প্রদান করে দেন আগে থেকেই। আপনি সর্বদাই আমাদের নিয়ে চিন্তিত।

আপনি নিজে শারীরিকভাবে সুস্থ অনুভব না করা সত্ত্বেও কেবলমাত্র আমাদের খুশি রাখতে, আমাদের আপনার সাথে যুক্ত রাখতে গভীর রাত হয়ে যাওয়ার পরও প্রবচন, প্রশ্নোত্তর পর্ব, জুমে দর্শন চালিয়ে যান। এত করুণা আর কে প্রদান করবে? আপনি নিজেকে সর্বতোভাবে আমাদের নিকট প্রদান করে চলেছেন।

হে নিতাই কৃপাপ্রদায়িনে,

আপনি আপনার নিজ দৃষ্টান্তের মাধ্যমে বারংবার প্রদর্শন করছেন, কিভাবে গুরু-কৃষ্ণের সেবায় নিজেকে সর্বতোভাবে নিবেদন করতে হয়, কিভাবে দেহগত চিন্তার ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে সর্বক্ষণ শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর লীলারসে ডুবে থাকতে হয়, কিভাবে সবকিছুর মধ্যেই কৃষ্ণকে দর্শন করতে হয়, কিভাবে নিজের সাধনায় অবিচল থাকতে হয়, কিভাবে গুরুদেবের নির্দেশ ঐকান্তিকতা সহকারে পালন করতে হয়, কিভাবে সর্বক্ষণ প্রচার করতে হয়, কিভাবে বদ্ধ জীবদের কৃপা করতে হয়, কিভাবে কর্তব্যকর্ম অব্যাহত রাখতে হয়। আপনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত।

কোনরকম যোগ্যতা, শুদ্ধতা, মনোভাব না থাকার পরেও আপনি আমাকে আপনার সেবায় যুক্ত থাকার সুযোগ প্রদান করেছেন। আপনি ভালোভাবেই জানেন, আপনার এই নগণ্য, অযোগ্য সন্তানকে আপনার হাতছাড়া করলে মায়ার সমুদ্রে হাবুডুবু করা ছাড়া তার আর কোন উপায় থাকবে না। পিতা যেমন তার অযোগ্য সন্তানের প্রতি অধিক স্নেহশীল, আপনিও তেমনই আপনার এই অযোগ্য কন্যার প্রতি অধিক কৃপাময়, একইসাথে চিন্তিতও।

“শ্রীবিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দিরমার্জনাদৌ
যুক্তস্য ভক্তাংশ্চ নিযুঞ্জতোহপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ।।”

আপনি অত্যন্ত কৃপাপরবশ হয়ে আমাকে শ্রীবিগ্রহসেবা করার সুযোগ দিয়েছেন। একটি প্রবচনে শুনছিলাম, আমাদের নিজেদের ইচ্ছার কারণে আমরা বিগ্রহ গৃহে আনয়ন বা সেবা করতে পারি না। কেবলমাত্র গুরুদেব সেই ইচ্ছার সঞ্চার করেন বলেই তা সম্ভব হয়। আমার কোন আগ্রহ বা যোগ্যতা না থাকার পরেও আপনি আমাকে সেই মহামূল্য সুযোগ প্রদান করেছেন।

গুরুদেব,

এত করুণা, এত কৃপা পাওয়া সত্ত্বেও আমার বৈষ্ণব দোষ দর্শনরূপ দুর্দৈব এতই প্রবল যে, তা আমাকে ভক্তিতে স্থির হতে দিচ্ছে না। যখন আপনার বরিষ্ঠ ভক্তদের কাছ থেকে তাদের উপলব্ধি শ্রবণ করি, তখন সত্যিই নিজের অধঃপতিত স্থিতি ও আমি যে আপনার উপর একটি বোঝা তা বুঝতে পারি। সত্যিই আমি আপনার উপর থেকে সেই বোঝা কমাতে চাই। আপনি শারীরিক অসুস্থতার মধ্যেও আপনার প্রবচন, প্রতি মাসের শুরুতে বিশেষ বার্তা পাঠানো, জেপিএস ই-কেয়ার মাধ্যমে ভক্তদের যত্ন নেওয়া, ইমেইলে ভক্তদের ব্যক্তিগত সমস্যার সমাধান করা- সব অব্যাহত রেখেছেন। আর আমি এতই হতভাগা যে, আপনার সকল প্রবচনে আমি অংশগ্রহণ করি না, মনোযোগ দিয়ে শ্রবণ করি না। আমি যে এখনও ভক্তিজীবনে টিকে আছি, তা কেবলমাত্র আপনার প্রার্থনার জন্যই। আমার কোন ভক্তিবল নেই। প্রতিষ্ঠাশা, নাম, যশ, উপাধি, লোকদেখানো ভক্তি - এই সবেতে ভর দিয়ে আমি দাঁড়িয়ে আছি।

গুরু মহারাজ,

আমাকে কৃপা করুন যেন আপনার দেওয়া সমস্ত নির্দেশনা উপলব্ধি করে তা পালন করতে পারি। আপনার মনোভাব যেন হৃদয়ে ধারণ করে ভক্তিতে ঐকান্তিক হতে পারি আর অন্যদেরও সাহায্য করতে পারি। আমি কেবলমাত্র আপনাকে আশ্রয় করতে চাই। আমার এই সম্পূর্ণ জীবন যেন কেবলমাত্র আপনার সেবায় নিয়োজিত করতে পারি আর একসময় কৃষ্ণকে ভালোবাসতে পারি। যদি আমি কখনও কিছু ভালো করতে পারি, তার কৃতিত্ব যেন আপনার শ্রীপাদপদ্মে নিবেদন করতে পারি। সব উপাধির বাসনা থেকে মুক্ত হয়ে সর্বক্ষণ কৃষ্ণচিন্তা করতে পারি। মায়ার বিরুদ্ধে এই লড়াইয়ে এই অধমের আপনি ছাড়া কোন আশা নেই।

আপনার নিত্য সেবিকা হওয়ার আকাঙ্ক্ষী

আপনার অধম, অযোগ্য পারমার্থিক কন্যা,

আনন্দময়ী কলাবতী দেবী দাসী (দীক্ষা)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ।