আচার্যপাদ তব শ্রীচরণকমলে প্রণাম,
করুনিয়া আপনি করিবেন গ্রহণ।
হৃদয়েতে সদা তব শ্রীল প্রভুপাদ,
তব গুরু আজ্ঞা পালনে ব্যস্ত অহর্নিশ।।
জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুদেব,
নিতাইকৃপা বিতরিতে তব আবির্ভাব।
কামদা একাদশী জয়, জয় লরেইন মাতা,
পাশ্চাত্যদেশে তব আবির্ভাব বিস্তারিতে কৃপা।।
বড়ই দয়ালু আপনি পতিতপাবন,
মুই পাপিষ্ঠারে করিয়াছেন গ্রহণ।
করিয়াছেন কত জীবের ভক্তিবীজ বপন,
কিরুপে এ বিষ্ঠাগ্রাহী করিবে তব বর্ণন??
প্রভুপাদ আজ্ঞা পালনে দিয়াছেন জীবন,
নামহট্ট,ভক্তিবৃক্ষ,মায়াপুর ধাম উন্নয়ন।
বিশ্বব্যাপী প্রচার আর ভক্তদের যত্নগ্রহণ,
সবই তো কেবল তব করুণার অবদান।।
মো সম কত জীবের পাপ করিয়ে গ্রহণ,
প্রতিনিয়ত নিজ শরীরে কষ্ট করিয়াছেন বরন।
ততাপিও তব সেবার পরিধি নিত্য বর্ধমান,
তার মধ্যেও না যায় বাদ নিত্য শ্রীচৈতন্যগ্রন্থ সংকলন প্রবচন।।
শ্রীবিগ্রহগণের দর্শন,নিত্য জপ,গ্রন্থ-অধ্যয়ন,
সর্ব-শিষ্যের পারমার্থিক কল্যাণ হেতু নিত্য প্রার্থনা নিবেদন।
জি.বি.সি মিটিংয়ে অংশগ্রহন,সাপ্তাহিক শ্রীমদ্ভাগবত প্রবচন,
এই ব্রহ্মান্ডে এমন আর আছে বা কোন জন??
যোগ্যতা মোর নাহি কোন করিতে তব মহিমার ক্ষুদ্র কণা,
মুই বড়ই অপরাধী, কপটী,পাতকী জনা।
তব ব্যাসপুজায় মোর এই প্রার্থনা,
সর্ব অপরাধ মোর করিবেন ক্ষমা।।
হে গুরুদেব,কোন গতি নাহি মোর আপনি বিনা,
কোনকালে ত্যাগ না করিহ এ নিকৃষ্টা কণ্যা।
জন্মে জন্মে কেবল যেন চাহি কৃষ্ণভক্তি,
তব শ্রীচরণআশ্রয় হউক মোর কেবল সম্পত্তি।।
আপনার অতি নিকৃষ্টা পারমার্থিক কণ্যা,
রত্নমালিনী চিত্রা দেবী দাসী; (দীক্ষা),
দিনাজপুর,বাংলাদেশ।