পরম আরাধ্য ও পরম পূজনীয় গুরু মহারাজের ৭৪ তম ব্যাচ পূজায় শ্রদ্ধার্ঘ্য
আমার পরমারাদ্ধ ও পরম পূজনীয় জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম। যাহার প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তি লতিকা জনমে জনমে রহ যেন সদ মোর গুরুদেব শ্রীল জয় পতাকা। হে গুরুদেব আপনার কৃপায় আমারা যেন ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় নিতে পারি।আপনার গুণ মহিমা বর্ণনা করার যোগ্যতা যদিও আমার মত অধম এ দাসের নেই। আপনি পতিত পাবন অধম পতিত জীবের উদ্ধারিতে আপনার অবতার।আপনি সত্যিই অন্তর্যামী। আমি মনে মনে আপনার শিষ্য হওয়ার তথা আপনার কৃপা পেতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি যখন আপনি বাংলাদেশে আসার পূর্ব মুহূর্তে ও আমি জানতে পেরেছি আপনার শিষ্য হওয়ার যোগ্যতা আমার নেই। কিন্তু আপনার এতই করুণা যে আপনি চট্টগ্রামে এসে অকাতরে আপনি আপনার কৃপা বিতরণ করেছেন।আমার মত এ অধম দাসকে কৃপা থেকে বঞ্চিত করেননি।হে মহান গুরুদেব, কৃপা করে এ দাসের যেন কোন বৈষ্ণব অপরাধ না করে ষড়রিপু ও সরবেগ দমন করে পরম আনন্দে ভক্ত ও ভগবানের সেবা করে যেতে পারি,এই আশীর্বাদ করুন। আমার স্বামী সন্তান ও আমি সকলকেই যেন আপনার প্রভাবে ভগবানের সেই চরণে নিবেদন করতে পারি।
আপনার অধম সন্তান
রসময়ী লক্ষীপ্রিয়া দেবীদাসী (দীক্ষা)
সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ।