নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।
পরম শ্রদ্ধেয় পতিতপাবন গুরুমহারাজ, গুরুমহারাজ সর্ব প্রথম আপনার শ্রীচরণপদ্মে জানাই আমাদের সশ্রদ্ধ প্রনাম।আমরা আপনার দীক্ষা শিষ্য-শিষ্যা (রামানন্দ নিমাই দাস ও সর্বাঙ্গ সুন্দরী রাধিকা দেবী দাসী)।হে গুননিধি আপনার গুনমহিমা লেখার চেস্টা করা হল অবোধ বালকের মত, যে শত চেস্টা করেও একটি শব্দ বলতে পারেনা । কিন্তু গুরুমহারাজ আপনার অত্যান্ত শুভময় ও পবিত্র আবির্ভাব তিথিতে আমরা আপনার গুনমহিমা কীর্তণ করতে চাই শুধু আপনার কৃপাকনার দ্বারা স্নাত হওয়ার মাধ্যমে। জয় শ্রীল প্রভুপাদ!!! জয় গুরুমহারাজ!!! গুরুমহারাজ আপনি শ্রীগৌরাঙ্গের অত্যন্ত নিজ জন, জগতগুরু শ্রীল প্রভুপাদের অত্যান্ত প্রিয় শিষ্য ও পারমার্থিক পুত্র । আপনি এই জগতের সকল বদ্ধজীবদের কৃষ্ণভক্তি প্রদান করার জন্য, অসীম কষ্ট সহ্য করেও প্রচার কার্য অব্যহত রেখেছেন ।গুরুমহারাজ আপনি যে কতসময় কৃষ্ণকথা বলেছেন, কত গ্রন্থ প্রচার করেছেন, কত মন্দির তৈরী করেছেন,কত জনকে কৃষ্ণভক্তি দিয়েছেন,কত দূর্গম জায়গায় গিয়েছেন,কত নগর-গ্রাম পরিভ্রমন করেছেন,কত রকমের সেবা করেছেন,কত লুপ্ত তীর্থ ও ধামকে উদ্ধার করছেন তার শুধু হিসাব রাখাই আমাদের পক্ষে অসম্ভব, যা করার জন্য আপনার অনেক পারমার্থিক পুত্র-কন্যাগণ নিরন্তর সেবা করে যাচ্ছে।আপনার মত এমন একজন মহান আচার্যকে, আমাদের পরমারাধ্য গুরুদেব হিসেবে পেয়ে জীবন ধন্য।এ সবই আপনার অহৈতুকী করুনা ও আশির্বাদ। কিন্তু গুরুমহারাজ শিষ্য হওয়ার মত কোন যোগ্যতা আমাদের নেই।কৃপা করে আমাদের সকল অপরাধকে ক্ষমা করবেন এবং আমরা যেন চিরজীবন আপনার শ্রীচরণ সেবা করতে পারি এবং আপনার প্রতি আমাদের প্রতিজ্ঞা গুলো যেন ভালো ভাবে পালন করতে পারি। জয় শ্রীল প্রভুপাদ!!! জয় গুরুমহারাজ!!!
--গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ --
আপনার আযোগ্য দাস/দাসী
রামানন্দ নিমাই দাস (দীক্ষা,পুন্ডরীক ধাম,বাংলাদেশ)
(অর্ধাঙ্গিনী)-সর্বাঙ্গসুন্দরী রাধিকা দেবী দাসী (দীক্ষা,সিলেট,বাংলাদেশ)
(ভাই)-শরণ্য মুকুন্দ দাস (দীক্ষা,সিলেট,বাংলাদেশ)
(ভাই)-সুমোহন বিশ্বম্ভর দাস (দীক্ষা,স্বামীবাগ ঢাকা,বাংলাদেশ)
(বড় বৌদি)-শেফালী হালদার(আশ্রিত)
মাধুরী রাধা দেবী দাসী(আশ্রয় আকাঙ্খি)